الحديث


حلية الأولياء
Hilyatul Awliya
হিলইয়াতুল আওলিয়া





حلية الأولياء (162)


• حدثنا محمد بن علي بن نصر الوراق ثنا يوسف بن يعقوب الواسطي ثنا زكريا بن يحيى دحمويه ثنا عمر بن هارون البلخي عن عبد الله بن شوذب عن عبد الله بن القاسم عن كثير مولى سمرة عن عبد الرحمن ابن سمرة. قال: كنت مع رسول الله صلى الله عليه وسلم في جيش العسرة فجاء عثمان بألف دينار فنثرها بين يدي رسول الله صلى الله عليه وسلم ثم ولى، قال فسمعت رسول الله صلى الله عليه وسلم، وهو يقلب الدنانير وهو يقول:

«ما يضر عثمان ما فعل بعد هذا اليوم» رواه ضمرة عن ابن شوذب فقال عن كثير بن أبي كثير مولى عبد الرحمن بن سمرة عن عبد الرحمن بن سمرة.




অনুবাদঃ আব্দুর রহমান ইবনে সামুরা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে জাইশুল উসরাহ (তাবুক যুদ্ধের বাহিনী)-তে ছিলাম। তখন উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এক হাজার দিনার নিয়ে এলেন এবং তা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সামনে ছড়িয়ে দিলেন (রেখে দিলেন), এরপর তিনি চলে গেলেন। তিনি (আব্দুর রহমান ইবনে সামুরা) বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে শুনতে পেলাম, যখন তিনি দিনারগুলো উল্টে দেখছিলেন, তখন তিনি বলছিলেন: “আজকের দিনের (এই মহান কাজের) পর উসমানের কোনো কাজই তাকে আর ক্ষতি করবে না।”

দমরাহ এই হাদিসটি ইবনু শাওযাব থেকে বর্ণনা করেছেন, যেখানে তিনি কাথির ইবনু আবী কাথির, যিনি আব্দুর রহমান ইবনু সামুরাহ-এর মাওলা, তাঁর সূত্রে আব্দুর রহমান ইবনু সামুরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণনা করেছেন।