ترتيب الأمالي الخميسية
Tartibul Amalil Khamisiyyah
তারতীবুল আমালীল খামিসিয়্যাহ
25 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ ثَابِتٍ الْحَافِظُ، إِمْلَاءً، قَالَ: أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ فَضَالَةَ النَّيْسَابُورِيُّ، بِالرَّيِّ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ شَاذَانَ الرَّازِيُّ، بِنَيْسَابُورَ، قَالَ: سَمِعْتُ أَبَا جَعْفَرٍ التُّسْتَرِيَّ، يَقُولُ: حَضَرَنَا أَبَا زُرْعَةَ بِمَاشْهِرِانَ فَكَانَ فِي السُّوقِ وَعِنْدَهُ أَبُو حَاتِمٍ وَمُحَمَّدُ بْنُ مُسْلِمٍ وَالْمُنْذِرُ بْنُ شَاذَانَ وَجَمَاعَةُ الْعُلَمَاءِ، فَذَكَرُوا حَدِيثَ التَّلْقِينِ، وَقَوْلَهُ صلى الله عليه وآله وسلم «لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ» .
فَاسْتَحْيَوْا مِنْ أَبِي زُرْعَةَ وَهَابُوا أَنْ يُلَقِّنُوهُ فقَالَ: تَعَالَوْا نَذْكُرُ الْحَدِيثَ، فقَالَ مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ: حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، عَنْ عَبْدِ الْمَجِيدِ بْنِ جَعْفَرٍ، عَنْ صَالِحٍ، وَجَعَلَ يَقُولُ وَلَمْ يُحَاوِرْ.
وَقَالَ أَبُو حَاتِمٍ، حَدَّثَنَا بُنْدَارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، عَنْ صَالِحٍ، وَلَمْ يُحَاوِرْ وَالْبَاقُونَ سَكَتُوا، فَقَالَ أَبُو زُرْعَةَ، وَهُوَ فِي السُّوقِ حَدَّثَنَا بُنْدَارٌ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، عَنْ صَالِحِ بْنِ أَبِي عُرَيْبٍ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةٍ الْحَضْرَمِيِّ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وآله وسلم: «مَنْ كَانَ آخِرَ كَلَامِهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَةَ وَتُوُفِّيَ رحمه الله»
অনুবাদঃ মু’আয ইবনু জাবাল (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:
হাফেয আবু জা’ফর আত-তুসতারী (রাহিমাহুল্লাহ) বর্ণনা করেন যে, আমরা মাসহিরানে ইমাম আবু যুর‘আ (রাহিমাহুল্লাহ)-এর কাছে উপস্থিত ছিলাম। তিনি তখন বাজারের মধ্যে ছিলেন এবং তাঁর সাথে ছিলেন আবু হাতিম, মুহাম্মাদ ইবনু মুসলিম, মুনযির ইবনু শা’যান এবং অন্যান্য আলেমগণ। তখন তাঁরা ’তালক্বীন’ (মৃত্যুর সময় কালিমা স্মরণ করিয়ে দেওয়া)-এর হাদীস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণী: "তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-এর তালক্বীন দাও" - নিয়ে আলোচনা করছিলেন।
তাঁরা ইমাম আবু যুর‘আ (রাহিমাহুল্লাহ)-কে তালক্বীন দিতে সংকোচবোধ করলেন এবং তাঁর প্রতি শ্রদ্ধার কারণে ভয় পেলেন। তখন তিনি (আবু যুর‘আ) বললেন: “তোমরা এসো, আমরা হাদীসটি আলোচনা করি।”
মুহাম্মাদ ইবনু মুসলিম (রাহিমাহুল্লাহ) হাদীসের সনদ বলা শুরু করলেন কিন্তু (পূর্ণাঙ্গ) আলোচনা করতে পারলেন না। আবু হাতিমও সনদ বলা শুরু করলেন, কিন্তু তিনিও (পূর্ণাঙ্গ) আলোচনা করতে পারলেন না। বাকি সবাই নীরব রইলেন।
তখন ইমাম আবু যুর‘আ (রাহিমাহুল্লাহ), যিনি তখন বাজারের মধ্যে ছিলেন, নিজেই পূর্ণাঙ্গ সনদসহ হাদীসটি বর্ণনা করলেন। তিনি বললেন:
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ’যার শেষ কথা হবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’, সে জান্নাতে প্রবেশ করবে’।”
(হাদীসটি শেষ করার পরপরই) তিনি (ইমাম আবু যুর‘আ) রহমতপ্রাপ্ত হয়ে ইন্তিকাল করেন।