الحديث


ترتيب الأمالي الخميسية
Tartibul Amalil Khamisiyyah
তারতীবুল আমালীল খামিসিয়্যাহ





ترتيب الأمالي الخميسية (3025)


3025 - أَنْشَدَنَا الْقَاضِي أَبُو الْفَرَجِ عَبْدُ الْوَاحِدِ بْنُ نَصْرِ بْنِ مُحَمَّدٍ الْبَبَّغَاء ، لِنَفْسِهِ، يَرْثِى أَبَا الْيَقْظَانِ عَمَّارَ بْنَ نَصْرٍ:
أَمُرُّ بِدَارِ عَمَّارِ بْنِ نَصْرٍ … فَأَمْنَحُهَا التَّحِيَّةَ وَالدُّمُوعَا
وَأَسْتَحِي رَبَّهَا أَنْ يَرَانِي بِهَا … حَيًّا وَقَدْ أَوْدَى صَرِيعًا
وَكُنْتُ بِهَا أَرُودُ الْعَيْشَ غَضًّا … بُلْبُلَة وَأَنْتَجِعُ الرَّبِيعَا
فَتَغْمُرُنِي فِي سَحَابَتِهَا انْسِكَابًا … وَتُوسِعُنِي أَهِلَّتُهَا طُلُوعًا
فَلَيْتَ كَمَا بِهَا عِشْنَا جَمِيعًا … وَحَمَّ حِمَامَهُ مِتْنَا جَمِيعًا.




অনুবাদঃ আল-ক্বাযী আবুল ফারাজ আব্দুল ওয়াহিদ ইবনু নসর আল-বাব্বাঘা (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি আবু ইয়াকযান আম্মার ইবনু নসর (রাহিমাহুল্লাহ)-এর শোকে এই শোকগাথাটি (মার্সিয়া) আবৃত্তি করেছিলেন:

আমি আম্মার ইবনু নসরের গৃহের পাশ দিয়ে যাই,
আর তাকে আমার সালাম ও অশ্রু নিবেদন করি।
আমি তার প্রভুর সামনে লজ্জিত হই, এই কারণে যে
তিনি আমাকে জীবিত দেখেন, অথচ সে (আম্মার) সেখানে নিহত হয়ে চিরবিদায় নিয়েছে।
আর আমি সেখানে সতেজ, নবীন জীবন খুঁজে ফিরতাম,
যেন এক বুলবুল, আর বসন্তের আগমন কামনা করতাম।
তখন তা আমাকে সিক্ত করতো তার বারিধারা-ভরা মেঘের ধারায়,
আর তার উদীয়মান নতুন চাঁদ আমাকে দিত প্রশস্ততা।
হায়! যদি এমন হতো যে, আমরা যেমন একত্রে সেখানে বাস করেছিলাম,
তেমনি যখন তার মৃত্যু নিশ্চিত হলো, তখন আমরা উভয়েই একত্রে মৃত্যুবরণ করতাম।