مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
12 - وَعَنْ جَابِرٍ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَالَ: «قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: " نَادِ يَا عُمَرُ فِي النَّاسِ أَنَّهُ مَنْ مَاتَ يَعْبُدُ اللَّهَ مُخْلِصًا مِنْ قَلْبِهِ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ وَحُرِّمَ عَلَى النَّارِ ". قَالَ: فَقَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، أَفَلَا أُبَشِّرُ النَّاسَ؟ قَالَ: " لَا، لَا يَتَّكِلُوا».
رَوَاهُ أَبُو يَعْلَى.
অনুবাদঃ জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "হে উমার, তুমি মানুষের মাঝে ঘোষণা করে দাও যে, যে ব্যক্তি তার অন্তরের ইখলাস (নিষ্ঠা) সহকারে আল্লাহর ইবাদতকারী অবস্থায় মারা যাবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন।" তিনি বললেন, তখন উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: ইয়া রাসূলুল্লাহ, আমি কি মানুষকে এই সুসংবাদ দেব না? তিনি বললেন: "না, যাতে তারা (এর ওপর) নির্ভর করে না বসে।" (হাদিসটি বর্ণনা করেছেন আবূ ইয়া’লা।)