الحديث


مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ





مجمع الزوائد (15)


15 - وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ - رَضِيَ اللَّهُ عَنْهُ - «عَنْ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنَّهُ قَالَ يَوْمًا مِنَ الْأَيَّامِ: " مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ - وَجَبَتْ لَهُ الْجَنَّةُ ". فَاسْتَأْذَنَهُ مُعَاذٌ لِيَخْرُجَ بِهَا إِلَى النَّاسِ فَيُبَشِّرَهُمْ، فَأَذِنَ لَهُ، فَخَرَجَ فَرِحًا مُسْتَعْجِلًا فَلَقِيَهُ عُمَرُ، فَقَالَ: مَا شَأْنُكَ؟ فَأَخْبَرَهُ، فَقَالَ عُمَرُ: كَمَا أَنْتَ، لَا تَعْجَلْ. ثُمَّ دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، أَنْتَ أَفْضَلُ رَأْيًا، إِنَّ النَّاسَ إِذَا سَمِعُوا بِهَذَا اتَّكَلُوا عَلَيْهَا فَلَمْ يَعْمَلُوا، قَالَ: " فَرُدَّهُ، فَرَدَّهُ».
رَوَاهُ الْبَزَّارُ، وَفِي إِسْنَادِهِ مُحَمَّدُ بْنُ أَبِي لَيْلَى، وَقَدْ ضُعِّفَ.




অনুবাদঃ আবু সাঈদ আল-খুদরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একদিন বললেন: "যে ব্যক্তি 'লা ইলাহা ইল্লাল্লাহ' (আল্লাহ্ ছাড়া কোনো ইলাহ নেই) বলবে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে।" তখন মু'আয (রাদ্বিয়াল্লাহু আনহুমা) লোকদেরকে এই সুসংবাদ দেওয়ার জন্য বের হওয়ার অনুমতি চাইলেন। তিনি তাকে অনুমতি দিলেন। মু'আয খুশি ও দ্রুততার সাথে বের হলেন। অতঃপর উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে তাঁর দেখা হলো। উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: "তোমার কী হয়েছে?" মু'আয তাঁকে বিষয়টি জানালেন। তখন উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: "তুমি যেখানে আছো সেখানেই থাকো, তাড়াহুড়ো করো না।" অতঃপর তিনি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট প্রবেশ করে বললেন: "হে আল্লাহর নবী! আপনার রায় (সিদ্ধান্ত) অধিক উত্তম। নিশ্চয়ই লোকেরা যখন এটি শুনবে, তখন তারা এর উপর ভরসা করবে এবং (অন্যান্য নেক) আমল করা ছেড়ে দেবে।" তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: "তবে তাকে ফিরিয়ে দাও।" অতঃপর উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁকে (মু'আযকে) ফিরিয়ে দিলেন।