الحديث


مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ





مجمع الزوائد (35)


35 - وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: «إِنَّ الْمُسْلِمَ فِي ذِمَّةِ
اللَّهِ مُنْذُ وَلَدَتْهُ أُمُّهُ إِلَى أَنْ يَقُومَ بَيْنَ يَدَيْ رَبِّهِ - تَبَارَكَ وَتَعَالَى - فَإِنْ وَافَى اللَّهَ بِشَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ صَادِقًا أَوْ بِاسْتِغْفَارٍ - كُتِبَ لَهُ بَرَاءَةٌ مِنَ النَّارِ».
رَوَاهُ الْبَزَّارُ، وَهُوَ مِنْ رِوَايَةِ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ، وَلَمْ يَسْمَعْ مِنْ أَبِيهِ.




অনুবাদঃ আবদুর রহমান ইবন আওফ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: নিশ্চয়ই মুসলিম আল্লাহ তাআলার জিম্মায় (সুরক্ষায়) থাকে, যখন থেকে তার মা তাকে জন্ম দেয়, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে তার রব—আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সামনে দাঁড়ায়। অতএব, যদি সে আল্লাহর সাথে এমন অবস্থায় মিলিত হয় যে, সে আন্তরিকতার সাথে সাক্ষ্য দিয়েছে যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, অথবা (যদি সে আন্তরিক) ইস্তিগফার (ক্ষমাপ্রার্থনা) করে থাকে, তবে তার জন্য জাহান্নাম থেকে মুক্তি লিখে দেওয়া হয়।

এটি আল-বাজার বর্ণনা করেছেন। এটি আবূ সালামা ইবন আবদির রহমান তার পিতা থেকে বর্ণনা করেছেন, তবে আবূ সালামা তার পিতা থেকে শোনেননি।