مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
18667 - وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَدْنَى أَهْلِ الْجَنَّةِ حَظًّا - أَوْ نَصِيبًا - قَوْمٌ يُخْرِجُهُمُ اللَّهُ مِنَ النَّارِ فَيَرْتَاحُ لَهُمُ الرَّبُّ - تَبَارَكَ وَتَعَالَى - أَنَّهُمْ كَانُوا لَا يُشْرِكُونَ بِاللَّهِ شَيْئًا، فَيَبْدُونَ بِالْعَرَاءِ، فَيَنْبُتُونَ كَمَا يَنْبُتُ الْبَقْلُ، حَتَّى إِذَا دَخَلَتِ
الْأَرْوَاحُ فِي أَجْسَادِهِمْ قَالُوا: رَبَّنَا، كَالَّذِي أَخْرَجْتَنَا مِنَ النَّارِ، وَرَجَّعْتَ الْأَرْوَاحَ إِلَى أَجْسَادِنَا، فَاصْرِفْ وُجُوهَنَا عَنِ النَّارِ ". قَالَ: " فَيَصْرِفُ وُجُوهَهُمْ عَنِ النَّارِ» ".
رَوَاهُ الْبَزَّارُ، وَرِجَالُهُ ثِقَاتٌ.
অনুবাদঃ আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: “নিশ্চয় জান্নাতিদের মধ্যে সর্বনিম্ন ভাগ্যবান – অথবা সর্বনিম্ন অংশের অধিকারী – হলো সেই দল, যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বের করবেন। তখন বরকতময় ও সুমহান রব তাদের প্রতি দয়াবান হবেন এই কারণে যে তারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করত না। অতঃপর তারা খোলা মাঠে প্রকাশিত হবে এবং শাক-সবজির মতো গজিয়ে উঠবে। অবশেষে যখন আত্মা তাদের দেহে প্রবেশ করবে, তখন তারা বলবে: ‘হে আমাদের রব! যেভাবে আপনি আমাদের জাহান্নাম থেকে বের করেছেন এবং আমাদের দেহে আত্মাকে ফিরিয়ে দিয়েছেন, তেমনিভাবে আমাদের মুখমণ্ডলকে জাহান্নাম থেকে ফিরিয়ে দিন।’ তিনি (নবী) বললেন: ‘অতঃপর আল্লাহ তাদের মুখমণ্ডলকে জাহান্নাম থেকে ফিরিয়ে দেবেন।’”