مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
مجمع الزوائد (18669)
18669 - وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: " «إِنَّ أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً لَيَنْظُرُ فِي مُلْكِهِ أَلْفَيْ سَنَةٍ يُرَى أَقْصَاهُ كَمَا يُرَى أَدْنَاهُ، يَنْظُرُ إِلَى أَزْوَاجِهِ وَخَدَمِهِ» ".
رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو يَعْلَى، وَالطَّبَرَانِيُّ وَفِي أَسَانِيدِهِمْ ثُوَيْرُ بْنُ أَبِي فَاخِتَةَ، وَهُوَ مُجْمَعٌ عَلَى ضَعْفِهِ.
অনুবাদঃ ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "নিশ্চয়ই জান্নাতের অধিবাসীদের মধ্যে যিনি মর্যাদায় সর্বনিম্ন, তিনি তার রাজত্বের দিকে দু’হাজার বছর ধরে দৃষ্টি দেবেন। তার রাজত্বের দূরবর্তী স্থানকে এমনভাবে দেখা যাবে যেমন নিকটবর্তী স্থানকে দেখা যায়। তিনি তার স্ত্রীগণ ও সেবকগণের প্রতিও নজর দেবেন।"