الحديث


كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার





كشف الأستار (32)


32 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ اللَّيْثِيُّ، ثنا يُوسُفُ بْنُ عَطِيَّةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقِيَ رَجُلا يُقَالُ لَهُ حَارِثَةُ، فِي بَعْضِ سِكَكِ الْمَدِينَةِ، فَقَالَ : ` كَيْفَ أَصْبَحْتَ يَا حَارِثَةُ ؟ `، فَقَالَ : أَصْبَحْتُ مُؤْمِنًا حَقًّا، قَالَ : ` إِنَّ لِكُلِّ إِيمَانٍ حَقِيقَةً، فَمَا حَقِيقَةُ إِيمَانِكَ ؟ `، قَالَ : عَزَفَتْ نَفْسِي عَنِ الدُّنْيَا، فَأَظْمَأْتُ نَهَارِي، وَأَسْهَرْتُ لَيْلِي، وَكَأَنِّي بِعَرْشِ رَبِّي بَارِزًا، وَكَأَنِّي بِأَهْلِ الْجَنَّةِ فِي الْجَنَّةِ يَتَنَعَّمُونَ، وَأَهْلِ النَّارِ فِي النَّارِ يُعَذَّبُونَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` أَصَبْتَ فَالْزَمْ، مُؤْمِنٌ نَوَّرَ اللَّهُ قَلْبَهُ ` . قَالَ الْبَزَّارُ : تَفَرَّدَ بِهِ يُوسُفُ، وَهُوَ لَيِّنُ الْحَدِيثِ . *




অনুবাদঃ আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনার কোনো রাস্তায় হারিসা নামক এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন। অতঃপর তিনি জিজ্ঞেস করলেন, "হে হারিসা, তোমার সকাল কেমন হলো?"

সে উত্তর দিল, "আমি সত্যিকারের মু’মিন (ঈমানদার) হিসেবে সকাল করেছি।"

তিনি বললেন, "নিশ্চয়ই প্রতিটি ঈমানের একটি বাস্তবতা (প্রমাণ) থাকে, তোমার ঈমানের সেই বাস্তবতা কী?"

সে বলল, "আমার মন দুনিয়া থেকে নিবৃত্ত হয়ে গেছে (দুনিয়ার আকর্ষণ কমে গেছে), তাই আমি দিনের বেলা পিপাসার্ত থাকি (রোজা রাখি) এবং রাত জেগে কাটাই (ইবাদত করি)। আর যেন আমি আমার রবের আরশকে প্রকাশ্যে দেখতে পাচ্ছি। যেন আমি জান্নাতবাসীদের জান্নাতে আরাম-আয়েশ উপভোগ করতে দেখছি এবং জাহান্নামবাসীদের জাহান্নামে শাস্তি ভোগ করতে দেখছি।"

তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তুমি সঠিক বলেছ, অতএব এর ওপর দৃঢ় থাকো। তুমি এমন মু’মিন যার অন্তরকে আল্লাহ তা’আলা আলোকিত করে দিয়েছেন।"