الحديث


كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার





كشف الأستار (31)


31 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ، ثنا هَانِئُ بْنُ الْمُتَوَكِّلِ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ، عَنْ إِسْحَاقَ، عَنْ أَنَسٍ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` ثَلاثٌ مَنْ كُنَّ فِيهِ اسْتَوْجَبَ الثَّوَابَ وَاسْتَكْمَلَ الإِيمَانَ : خُلُقٌ يَعِيشُ بِهِ فِي النَّاسِ، وَوَرَعٌ يَحْجِزُهُ عَنْ مَحَارِمِ اللَّهِ، وَحِلْمٌ يَرُدُّهُ عَنْ جَهْلِ الْجَاهِلِ ` . قَالَ الْبَزَّارُ : عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ حَدَّثَ بِأَحَادِيثَ لَمْ يُتَابَعْ عَلَيْهَا . *




অনুবাদঃ আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তিনটি জিনিস যার মধ্যে থাকে, সে প্রতিদান (সওয়াব) লাভের যোগ্য হয় এবং তার ঈমান পূর্ণতা লাভ করে। সেগুলো হলো:

১. উত্তম চরিত্র, যার মাধ্যমে সে মানুষের মাঝে জীবনযাপন করে।
২. পরহেজগারিতা (তাকওয়া), যা তাকে আল্লাহ্‌র হারামকৃত বিষয়াদি থেকে বিরত রাখে।
৩. সহনশীলতা (ধৈর্য), যা তাকে কোনো মূর্খের অজ্ঞতা/মূর্খতার প্রতিক্রিয়া থেকে ফিরিয়ে রাখে।”