الحديث


كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার





كشف الأستار (57)


57 - حَدَّثَنَا عِيسَى بْنُ مُوسَى، ثنا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، ثنا جَعْفَرُ بْنُ زِيَادٍ الأَحْمَرُ، عَنِ الْهِلالِ الصَّيْرَفِيِّ، ثنا أَبُو كَثِيرٍ الأَنْصَارِيُّ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ أَسْعَدَ بْنِ زُرَارَةَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` لَيْلَةَ أُسْرِيَ بِي انْتَهَيْتُ إِلَى قَصْرٍ مِنْ لُؤْلُؤَةٍ تَتَلأْلأُ نُورًا، وَأُعْطِيتُ ثَلاثًا : إِنَّكَ سَيِّدُ الْمُرْسَلِينَ، وَإِمَامُ الْمُتَّقِينَ، وَقَائِدُ الْغُرِّ الْمُحَجَّلِينَ، اللَّهُ الْمُوَفِّقُ .*




অনুবাদঃ আবদুল্লাহ ইবনে আস’আদ ইবনে যুরারাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:

“যে রাতে আমাকে ইসরা (ঊর্ধ্বাকাশে ভ্রমণ) করানো হয়েছিল, আমি আলোয় ঝলমল করতে থাকা মুক্তো দিয়ে তৈরি একটি প্রাসাদের কাছে পৌঁছলাম। আর আমাকে তিনটি বস্তু প্রদান করা হয়েছিল: (১) নিশ্চয়ই আপনি হলেন রাসূলগণের সরদার, (২) আপনি মুত্তাকিদের (পরহেজগারদের) ইমাম এবং (৩) আপনি ’গুররুল মুহাদ্দজালীন’ (কেয়ামতের দিন ওযুর কারণে যাদের কপাল ও হাত-পা উজ্জ্বল হবে) তাদের পথপ্রদর্শক (ক্বায়েদ)।”

আল্লাহই তাওফীকদাতা।