الحديث


كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার





كشف الأستار (76)


76 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَالِكٍ الْقُشَيْرِيُّ، ثنا زَائِدَةُ بْنُ أَبِي الرُّقَادِ، عَنْ زِيَادٍ النَّمَرِيِّ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ : ` ثَلاثٌ كَفَّارَاتٌ، وَثَلاثٌ دَرَجَاتٌ، وَثَلاثٌ مُنْجِيَاتٌ، وَثَلاثٌ مُهْلِكَاتٌ، فَأَمَّا الْكَفَّارَاتُ : فَإِسْبَاغُ الْوُضُوءِ فِي السَّبَرَاتِ، وَانْتِظَارُ الصَّلَوَاتِ بَعْدَ الصَّلَوَاتِ، وَنَقْلُ الأَقْدَامِ إِلَى الْجُمُعَاتِ، وَأَمَّا الدَّرَجَاتُ : فَإِطْعَامُ الطَّعَامِ، وَإِفْشَاءُ السَّلامِ، وَالصَّلاةُ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ، وَأَمَّا الْمُنْجِيَاتُ : فَالْعَدْلُ فِي الْغَضَبِ وَالرِّضَا، وَالْقَصْدُ فِي الْفَقْرِ وَالْغِنَى، وَخَشْيَةُ اللَّهِ فِي السِّرِّ وَالْعَلانِيَةِ، وَأَمَّا الْمُهْلِكَاتُ : فَشُحٌّ مُطَاعٌ، وَهَوًى مُتَّبَعٌ، وَإِعْجَابُ الْمَرْءِ بِنَفْسِهِ ` . *




অনুবাদঃ আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন:

তিনটি জিনিস কাফফারা স্বরূপ, তিনটি জিনিস মর্যাদা বৃদ্ধিকারী, তিনটি জিনিস মুক্তিদাতা এবং তিনটি জিনিস ধ্বংসকারী।

**কাফফারা স্বরূপ আমলগুলো হলো:** তীব্র শীতের সময়ও উত্তমরূপে ওযু সম্পন্ন করা, এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা, এবং জুমার (সালাতের) উদ্দেশ্যে পদচালনা করা।

**আর মর্যাদা বৃদ্ধিকারী আমলগুলো হলো:** (ক্ষুধার্তকে) খাবার খাওয়ানো, সালামের প্রসার ঘটানো, এবং যখন মানুষ ঘুমিয়ে থাকে, তখন রাতে সালাত আদায় করা।

**আর মুক্তিদাতা আমলগুলো হলো:** ক্রোধ ও সন্তুষ্টি উভয় অবস্থাতেই ন্যায়পরায়ণতা বজায় রাখা, দারিদ্র্য ও সচ্ছলতা উভয় অবস্থাতেই মধ্যপন্থা অবলম্বন করা, এবং প্রকাশ্যে ও গোপনে আল্লাহ্‌কে ভয় করা।

**আর ধ্বংসকারী আমলগুলো হলো:** এমন কৃপণতা, যার অনুসরণ করা হয়, এমন কুপ্রবৃত্তি, যা মেনে চলা হয়, এবং নিজের প্রতি ব্যক্তির আত্মমুগ্ধতা (অহংকার)।