كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার
81 - حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، ثنا أَبُو دَاوُدَ، ثنا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ` ثَلاثٌ مَنْ كُنَّ فِيهِ فَهُوَ مُنَافِقٌ، وَإِنْ كَانَ فِيهِ خَصْلَةٌ فَفِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ، إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ ` . قَالَ الْبَزَّارُ : وَهَذَا لا نَعْلَمُ أَسْنَدَهُ إِلا أَبُو دَاوُدَ بِهَذَا الإِسْنَادِ، وَغَيْرُهُ يَرْوِيهِ مَوْقُوفًا . *
অনুবাদঃ আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যায়, সে মুনাফিক (কপট)। আর যদি তার মধ্যে এর একটি বৈশিষ্ট্যও থাকে, তবে তার মধ্যে নিফাক (কপটতা)-এর একটি বৈশিষ্ট্য রয়েছে। (সেগুলো হলো:)
১. যখন সে কথা বলে, মিথ্যা বলে।
২. আর যখন তাকে বিশ্বাস করে কিছু আমানত রাখা হয়, সে তার খিয়ানত করে।
৩. আর যখন সে ওয়াদা করে, তখন তা ভঙ্গ করে।”