كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার
138 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، ثنا مُحَمَّدُ بْنُ عِمْرَانَ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عِيسَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ ثَابِتِ بْنِ قَيْسِ بْنِ شَمَّاسٍ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` تَسْمَعُونَ وَيُسْمَعُ مِنْكُمْ، وَيُسْمَعُ مِمَّنْ يَسْمَعُ مِنْكُمْ `، ثُمَّ قَالَ : ` يَكُونُ بَعْدَ ذَلِكَ قَوْمٌ يَشْهَدُونَ قَبْلَ أَنْ يُسْتَشْهَدُوا ` . *
অনুবাদঃ থাবিত ইবনে কায়স ইবনে শাম্মাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
"তোমরা (হাদীস) শুনবে, এবং তোমাদের থেকে (হাদীস) শোনা হবে, আর যারা তোমাদের কাছ থেকে শুনবে তাদের থেকেও শোনা হবে।"
এরপর তিনি বললেন: "এর পরে এমন কিছু লোক আসবে, যারা তাদের কাছে সাক্ষ্য তলব করার আগেই (নিজেরা আগ্রহী হয়ে) সাক্ষ্য দেবে।"