كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার
140 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ هَانِئٍ، ثنا زَكَرِيَّا بْنُ يَحْيَى الْكِسَائِيُّ، ثنا ابْنُ فُضَيْلٍ، عَنِ الْوَلِيدِ بْنِ جُمَيْعٍ، عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ حُذَيْفَةَ، قَالَ : عُرِضَتْ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمَّتُهُ، فَقُمْتُ خَلْفَهُ، فَلَمَّا فَرَغَ الْتَفَتَ إِلَيَّ، قَالَ : ` كُنْتَ هَهُنَا هَلْ سَمِعْتَ ؟ `، قُلْتُ : نَعَمْ، وَكَانَ حُذَيْفَةُ يَقُولُ : هَلْ فِي هَذَا مَا حَفِظَ رَجُلٌ ؟ قَالَ : فَقَامَ فِينَا، فَأَخْبَرَنَا بِمَا هُوَ كَائِنٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، أَوْ قَالَ : فَأَخْبَرَنَا بِمَا بَيْنَنَا وَبَيْنَ السَّاعَةِ، حَفِظَهُ مَنْ حَفِظَهُ، وَنَسِيَهُ مَنْ نَسِيَهُ . قُلْتُ : فِي الصَّحِيحِ بَعْضُهُ . *
অনুবাদঃ হুযাইফা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে তাঁর উম্মতকে পেশ করা হলো। আমি তাঁর পিছনে দাঁড়ালাম। যখন তিনি (বর্ণনা) শেষ করলেন, তখন আমার দিকে ফিরলেন এবং বললেন: ‘তুমি কি এখানে ছিলে? তুমি কি শুনেছ?’ আমি বললাম: হ্যাঁ।
আর হুযাইফা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলতেন: এর মধ্যে এমন কিছু কি আছে যা কোনো ব্যক্তি স্মরণ রাখতে পারে?
(বর্ণনাকারী) বলেন: অতঃপর তিনি আমাদের মাঝে দাঁড়ালেন এবং কিয়ামত দিবস পর্যন্ত যা কিছু ঘটবে, সে সম্পর্কে আমাদের জানালেন। অথবা তিনি বলেন: তিনি আমাদের মাঝে এবং কিয়ামতের মাঝে যা কিছু ঘটবে, সে সম্পর্কে আমাদের জানালেন। যে ব্যক্তি তা মুখস্থ রাখার সে মুখস্থ রাখল, আর যে ভুলে যাওয়ার সে ভুলে গেল।
(বর্ণনাকারী বলেন: এর কিছু অংশ সহীহ গ্রন্থে বিদ্যমান রয়েছে।)