إتحاف المهرة
Ithaful Maharah
ইতহাফুল মাহারাহ
16 - حَدِيثٌ (حم) : أَنَّ عُمَرَ أَرَادَ أَنْ يَنْهَى عَنْ مُتْعَةِ الْحَجِّ ، فَقَالَ لَهُ
⦗ص: 185⦘ أُبَيٌّ: لَيْسَ لَكَ ذَلِكَ ، قَدْ تَمَتَّعْنَا مَعَ رَسُولِ اللَّهِ ، صلى الله عليه وسلم، وَلَمْ يَنْهَنَا عَنْ ذَلِكَ. فَأَضْرَبَ عُمَرُ. وَأَرَادَ أَنْ يَنْهَى عَنْ حُلَلِ الْحَبْرَةِ ، لأَنَّهَا تُصْبَغُ بِالْبَوْلِ ، فَقَالَ لَهُ أُبَيٌّ: لَيْسَ لَكَ ذَلِكَ قَدْ لَبِسَهُنَّ النَّبِيُّ ، صلى الله عليه وسلم، وَلَبِسْنَاهُنَّ فِي عَهْدِهِ.
قَالَ أَحْمَدُ: ثنا هُشَيْمٌ ، أنا يُونُسُ ، عَنِ الْحَسَنِ ، أَنَّ عُمَرَ، بِهِ.
ـ.
অনুবাদঃ উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি তামাত্তু হজ্ব থেকে বারণ করতে চেয়েছিলেন। তখন উবাই ইবনে কা'ব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাকে বললেন, আপনার এই অধিকার নেই। আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে তামাত্তু করেছি এবং তিনি আমাদের তা থেকে নিষেধ করেননি। তখন উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তা থেকে বিরত থাকলেন। আর তিনি (উমর) হাবরা নামীয় ডোরাকাটা চাদর পরিধান করতেও বারণ করতে চেয়েছিলেন, কারণ তা পেশাব দ্বারা রঙ করা হতো। তখন উবাই (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাকে বললেন, আপনার এই অধিকার নেই। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তা পরিধান করেছেন এবং আমরাও তাঁর যুগে তা পরিধান করেছি।