كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার
223 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ، ثنا أَبُو عَامِرٍ الْخَزَّازُ، وَاسْمُهُ صَالِحُ بْنُ رُسْتُمَ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : ` إِذَا اسْتَجْمَرَ أَحَدُكُمْ فَلْيُوتِرْ إِنَّ اللَّهَ وِتْرٌ وَيُحِبُّ الْوِتْرَ، أَمَا تَرَى أَنَّ السَّمَوَاتِ سَبْعًا، وَالأَرْضَ سَبْعًا، وَالطَّوَافَ سَبْعًا `، وَذَكَرَ أَشْيَاءَ . قَالَ الْبَزَّارُ : لا نَعْلَمُ رَوَاهُ عَنْ أَبِي عَامِرٍ إِلا رَوْحٌ . *
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:
তোমাদের মধ্যে কেউ যখন ইস্তিজমার (পাথর বা সমজাতীয় বস্তু দ্বারা শৌচকার্য শেষে পরিচ্ছন্নতা) করে, তখন সে যেন বেজোড় সংখ্যা ব্যবহার করে। নিশ্চয়ই আল্লাহ্ বেজোড় (একক), এবং তিনি বেজোড় সংখ্যাকে ভালোবাসেন। তুমি কি দেখ না যে আসমান সাতটি, এবং জমিন সাতটি, আর (কাবার) তাওয়াফও সাতবার? তিনি (নবী ﷺ) আরও কিছু বিষয় উল্লেখ করেছেন।