إتحاف المهرة
Ithaful Maharah
ইতহাফুল মাহারাহ
27 - حَدِيثٌ (عم) : أَنَّهُمْ جَمَعُوا الْقُرْآنَ فِي مَصَاحِفَ فِي خِلافَةِ أَبِي بَكْرٍ ، وَكَانَ رِجَالٌ يَكْتُبُونَ ، وَيُمْلِي عَلَيْهِمْ أُبَيُّ بْنُ كَعْبٍ ، فَلَمَّا انْتَهَوْا إِلَى هَذِهِ الآيَةِ مِنْ سُورَةِ
⦗ص: 192⦘ بَرَاءَةٍ: ثُمَّ انْصَرَفُوا صَرَفَ اللَّهُ قُلُوبَهُمْ بِأَنَّهُمْ قَوْمٌ لا يَفْقَهُونَ [سورة: التوبة، آية 127] فَظَنُّوا أَنَّ هَذَا آخِرَ مَا نَزَلَ مِنَ الْقُرْآنِ. قَالَ لَهُمْ أُبَيٌّ: إِنَّ رَسُولَ اللَّهِ ، صلى الله عليه وسلم، أَقْرَأَنِي بَعْدَهَا: لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ [سورة: التوبة، آية 128] إِلَى قَوْلِهِ: الْعَظِيمِ [سورة: التوبة، آية 129] قَالَ: هَذَا آخِرُ مَا نَزَلَ مِنَ الْقُرْآنِ. قَالَ: فَخَتَمَ بِمَا فَتَحَ بِهِ بِالَّذِي لا إِلَهَ إِلا هُوَ ، وَهُوَ قَوْلُ اللَّهِ تبارك وتعالى: وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَسُولٍ إِلا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لا إِلَهَ إِلا أَنَا فَاعْبُدُونِ [سورة: الأنبياء، آية 25] .
قَالَ عَبْدُ اللَّهِ: ثنا رَوْحُ بْنُ عَبْدِ الْمُؤْمِنِ ، بِسَنَدِ الَّذِي قَبْلَهُ.
অনুবাদঃ আবদুল্লাহ থেকে বর্ণিত, নিশ্চয়ই তারা (সাহাবীগণ) আবূ বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর খিলাফতকালে কুরআনকে মাসহাফসমূহে একত্রিত করেন। এবং কিছু লোক লিখতেন, আর উবাই ইবনু কা'ব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁদেরকে শ্রুতিলিপি দিতেন। যখন তারা সূরা বারাআত (তওবা)-এর এই আয়াতটিতে পৌঁছলেন: 'এরপর তারা সরে পড়লে আল্লাহ তাদের হৃদয়কে ফিরিয়ে দেন, কারণ তারা এমন এক জাতি যারা বোঝে না।' [সূরা আত-তওবা, আয়াত ১২৭] তখন তারা মনে করলেন যে এটাই কুরআনের সর্বশেষ অবতীর্ণ আয়াত। উবাই (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাদেরকে বললেন: নিশ্চয়ই রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর পরে আমাকে আরও পড়িয়েছিলেন: 'তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রাসূল এসেছেন, তোমাদের কষ্ট তাকে পীড়া দেয়, তিনি তোমাদের কল্যাণকামী...' [সূরা আত-তওবা, আয়াত ১২৮] থেকে তাঁর বাণী 'মহা' [সূরা আত-তওবা, আয়াত ১২৯] পর্যন্ত। তিনি (উবাই) বললেন: এটিই কুরআনের সর্বশেষ অবতীর্ণ অংশ। তিনি আরও বললেন: অতএব, যা দিয়ে তিনি (আল্লাহ) শুরু করেছিলেন, তার দ্বারাই তিনি (কুরআন) শেষ করলেন—সেই সত্তা, যিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। আর তা হলো আল্লাহ তাবারাকা ওয়া তা'আলার বাণী: 'আমি তোমার পূর্বে এমন কোনো রাসূল প্রেরণ করিনি, যার প্রতি এই ওহী করিনি যে, আমি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই; সুতরাং আমারই ইবাদত করো।' [সূরা আল-আম্বিয়া, আয়াত ২৫]।"