الحديث


كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার





كشف الأستار (3321)


3321 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبَانٍ الْقُرَشِيُّ، ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُوسَى بْنِ عُبَيْدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ` قَدْ عَلِمْتُ آخِرَ أَهْلِ الْجَنَّةِ دُخُولا، رَجُلٌ كَانَ يَقُولُ : اللَّهُمَّ زَحْزِحْنِي عَنِ النَّارِ، وَلا يَقُولُ : أَدْخِلْنِي الْجَنَّةَ، فَإِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ وَأَهْلُ النَّارِ النَّارَ، وَبَقِيَ ذَلِكَ الرَّجُلُ، فَقَالَ : يَا رَبِّ مَا لِي هَهُنَا ؟ قَالَ : ذَاكَ الَّذِي كُنْتُ تَسْأَلُ يَابْنَ آدَمَ ! قَالَ : يَا رَبِّ أَدْنِنِي مِنَ الْجَنَّةِ، قَالَ : يَابْنَ آدَمَ ! لَمْ تَكُنْ تَسْأَلُنِي، قَالَ : فَيُنْشِئُ اللَّهُ لَهُ شَجَرَةً عَلَى بَابِ الْجَنَّةِ، فَيَقُولُ : يَا رَبِّ ! أَدْنِنِي مِنْ هَذِهِ الشَّجَرَةِ آكُلُ مِنْ ثَمَرِهَا، وَأَسْتَظِلُّ بِظِلِّهَا، فَيَقُولُ : يَابْنَ آدَمَ ! أَلَمْ تَكُنْ تَسْأَلُنِي أَنْ أُزَحْزِحَكَ عَنِ النَّارِ، فَلا يَزَالُ يَسْأَلُ حَتَّى يُقَالَ لَهُ : اذْهَبْ، فَلَكَ مَا بَلَغَتْ قَدَمَاكَ، وَرَأَتْ عَيْنَاكَ ` *




অনুবাদঃ আওফ ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

"আমি অবশ্যই সেই ব্যক্তিকে জানি যে সবার শেষে জান্নাতে প্রবেশ করবে। সে এমন লোক ছিল যে (দুনিয়ায়) বলত, ’হে আল্লাহ! আমাকে জাহান্নাম থেকে সরিয়ে দিন,’ কিন্তু সে এ কথা বলত না যে, ’আমাকে জান্নাতে প্রবেশ করান।’

যখন জান্নাতবাসীরা জান্নাতে এবং জাহান্নামবাসীরা জাহান্নামে প্রবেশ করে ফেলবে, তখন সেই লোকটি অবশিষ্ট থাকবে। সে বলবে: ’হে আমার রব! আমি এখানে কী জন্য আছি?’ আল্লাহ বলবেন: ’হে আদমের সন্তান! তুমি তো এটাই চেয়েছিলে!’

সে বলবে: ’হে আমার রব! আমাকে জান্নাতের কাছাকাছি করে দিন।’ আল্লাহ বলবেন: ’হে আদমের সন্তান! তুমি তো আমার কাছে এটা চাওনি।’

বর্ণনাকারী বলেন: তখন আল্লাহ তার জন্য জান্নাতের দরজার কাছে একটি গাছ সৃষ্টি করবেন। লোকটি বলবে: ’হে আমার রব! আমাকে এই গাছের কাছে নিয়ে যান, যাতে আমি এর ফল খেতে পারি এবং এর ছায়ায় বিশ্রাম নিতে পারি।’

আল্লাহ বলবেন: ’হে আদমের সন্তান! তুমি কি আমার কাছে শুধু জাহান্নাম থেকে মুক্তিই চাওনি?’

সে অনবরত চাইতে থাকবে, যতক্ষণ না তাকে বলা হবে: ’যাও, তোমার জন্য ততটুকু স্থান রয়েছে যতটুকু তোমার পদদ্বয় অতিক্রম করবে এবং তোমার চোখ দেখতে পাবে’।"