كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার
3327 - حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، أبنا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، ابنا أَبَانُ بْنُ إِسْحَاقَ، عَنِ الصَّبَّاحِ بْنِ مُحَمَّدٍ، عَنْ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يُعْطِي الدُّنْيَا مَنْ يُحِبُّ وَمَنْ لا يُحِبُّ، وَلا يُعْطِي الدِّينَ إِلا مَنْ أَحَبَّ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، مَا يَسْلَمُ عَبْدٌ حَتَّى يَسْلَمَ قَلْبُهُ، وَلا يُؤْمِنُ عَبْدٌ حَتَّى يَأْمَنَ جَارُهُ بَوَائِقَهُ، قَالُوا : وَمَا بَوَائِقُهُ ؟ قَالَ : غُشْمُهُ وَظُلْمُهُ، وَلا اكْتَسَبَ عَبْدٌ مَالا حَرَامًا، فَتَصَدَّقَ بِهِ، فَتُقُبِّلَ مِنْهُ، وَلا يُنْفِقُهُ فَيُبَارَكُ لَهُ فِيهِ، وَلا يَدَعُهُ خَلْفَ ظَهْرِهِ إِلا كَانَ زَادَهُ إِلَى النَّارِ، إِنَّ اللَّهَ تَعَالَى لا يَمْحُو السَّيِّئَ بِالسَّيِّئِ، وَلَكِنْ يَمْحُو السَّيِّئَ بِالْحَسَنِ، الْخَبِيثُ لا يَمْحُو الْخَبِيثَ، وَمَنِ اكْتَسَبَ مَالا مِنْ غَيْرِ حِلِّهِ، فَوَضَعَهُ فِي غَيْرِ حَقِّهِ، فَذَاكَ الدَّاءُ الْعُضَالُ، وَمَنِ اكْتَسَبَ مَالا مِنْ حِلِّهِ، فَوَضَعَهُ فِي حَقِّهِ، فَمِثْلُ ذَلِكَ مِثْلُ الْغَيْثِ يَنْزِلُ، وَذَكَرَ كَلِمَةً ذَهَبَتْ عَنِّي ` . قَالَ الْبَزَّارُ : أَبَانٌ كُوفِيٌّ، وَالصَّبَّاحُ فَلَيْسَ بِالْمَشْهُورِ، وَإِنَّمَا ذَكَرْنَاهُ مَعَ عِلَّتِهِ ؛ لأَنَّا لَمْ نَحْفَظْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلا بِهَذَا الإِسْنَادِ *
অনুবাদঃ আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
"নিশ্চয়ই আল্লাহ্ তাবারাকা ওয়া তাআলা দুনিয়া তাকেও দান করেন যাকে তিনি ভালোবাসেন এবং তাকেও দান করেন যাকে তিনি ভালোবাসেন না। আর দ্বীন (দ্বীনের জ্ঞান) কেবল তাকেই দান করেন, যাকে তিনি ভালোবাসেন।
যার হাতে আমার প্রাণ, তাঁর শপথ! কোনো বান্দা (পূর্ণাঙ্গ) নিরাপত্তা লাভ করতে পারে না, যতক্ষণ না তার অন্তর নিরাপদ হয়। আর কোনো বান্দা মুমিন হতে পারে না, যতক্ষণ না তার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে।"
সাহাবীগণ জিজ্ঞেস করলেন, “তার অনিষ্ট (বাওয়ায়েক) কী?” তিনি বললেন, “তার বাড়াবাড়ি ও তার যুলুম।”
"আর কোনো বান্দা যখন হারাম উপায়ে অর্থ উপার্জন করে, তারপর তা থেকে সদকা করে, তবে তা কবুল করা হয় না; অথবা তা ব্যয় করে, তবে তাতে তার জন্য বরকত দেওয়া হয় না; আর সে যদি তা (ওয়ারিশদের জন্য) পেছনে রেখে যায়, তবে তা জাহান্নামের দিকে তার পাথেয় হবে।
নিশ্চয়ই আল্লাহ্ তাআলা মন্দকে মন্দ দ্বারা মুছে দেন না, বরং মন্দকে ভালো দ্বারা মুছে দেন। নিকৃষ্ট বস্তু নিকৃষ্ট বস্তুকে দূর করে না।
আর যে ব্যক্তি অবৈধ পথে অর্থ উপার্জন করে এবং তা অন্যায্য স্থানে ব্যয় করে, তবে এটাই হলো দুরারোগ্য ব্যাধি।
আর যে ব্যক্তি বৈধ পথে অর্থ উপার্জন করে এবং তা সঠিক স্থানে ব্যয় করে, তার দৃষ্টান্ত হলো এমন, যেমন বৃষ্টিপাত হয়— (বর্ণনাকারী বলেন, এরপর তিনি আরেকটি কথা বলেছিলেন, যা আমি ভুলে গেছি)।"