الحديث


كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার





كشف الأستار (3380)


3380 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَرْبٍ الْعَسْكَرِيُّ، ثنا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَجْلانَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` لا تَزَالُ لا إِلَهَ إِلا اللَّهُ تَدْفَعُ عَنْ قَائِلِهَا مَا بَالَى قَائِلُوهَا مَا أَصَابَهُمْ فِي دُنْيَاهُمْ إِذَا سَلِمَ لَهُمْ دِينُهُمْ، فَإِذَا لَمْ يُبَالِ قَائِلُوهَا مَا أَصَابَهُمْ فِي دِينِهِمْ بِسَلامَةِ دُنْيَاهُمْ، فَقَالُوا : لا إِلَهَ إِلا اللَّهُ، قِيلَ لَهُمْ : لَسْتُمْ ` . قُلْتُ : هَكَذَا رَأَيْتُهُ فِي الأَصْلِ *




অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

‘লা ইলাহা ইল্লাল্লাহ’ তার পাঠকারীর পক্ষ থেকে (বিপদ) সর্বদা দূর করতে থাকে, যতক্ষণ পর্যন্ত তারা তাদের দ্বীনকে নিরাপদ রেখে দুনিয়াতে যা কিছু কষ্ট ভোগ করে, তা নিয়ে চিন্তা না করে (অর্থাৎ দ্বীনের ওপর দুনিয়ার কষ্টকে অগ্রাধিকার না দেয়)। কিন্তু যখন এর পাঠকারীরা তাদের দুনিয়ার নিরাপত্তার জন্য তাদের দ্বীনের ক্ষতি নিয়ে চিন্তা না করে (দ্বীনকে উপেক্ষা করে), এরপরও যদি তারা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে, তখন তাদেরকে বলা হবে: ‘তোমরা (প্রকৃত পাঠকারী) নও।’