كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার
3384 - حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْفُضَيْلِ، ثنا مُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ، ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أنَسٍ : ` أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِمَجْلِسٍ وَهُمْ يَضْحَكُونَ، فَقَالَ : أَكْثِرُوا مِنْ ذِكْرِ هَاذِمِ اللَّذَّاتِ، أَحْسِبُهُ قَالَ : فَإِنَّهُ مَا ذَكَرَهُ أَحَدٌ فِي ضِيقٍ مِنَ الْعَيْشِ إِلا وَسَّعَهُ عَلَيْهِ، وَلا فِي سَعَةٍ إِلا ضَيَّقَهُ عَلَيْهِ ` *
অনুবাদঃ আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর তারা হাসছিল। তখন তিনি বললেন: "তোমরা স্বাদ-আহ্লাদ বিনাশকারীর (অর্থাৎ, মৃত্যুর) আলোচনা বেশি করো।" আমি মনে করি, তিনি (নবীজী) বলেছেন: "কারণ, যে কেউ জীবনের কষ্টে থাকা অবস্থায় এর (মৃত্যুর) স্মরণ করে, এটি তার জন্য তা সহজ করে দেয়। আর যে কেউ প্রাচুর্যে থাকা অবস্থায় এর স্মরণ করে, এটি তার জন্য তা সংকুচিত করে দেয়।"