كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার
3399 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ، ثنا أَبُو أُسَامَةَ، ثنا مُجَالِدٌ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، قَالَ : قُلْتُ لِعَائِشَةَ : هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ شَيْئًا عِنْدَ مَنَامِهِ، فَقَالَتْ : كَانَ إِذَا دَخَلَ بَيْتَهُ , قَالَ : لَوْ أَنَّ لابْنِ آدَمَ وَادِيَيْنِ مِنْ مَالٍ لابْتَغَى إِلَيْهِ وَادِيًا ثَالِثًا، وَلا يَمْلأُ فَاهُ إِلا التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ `، وَكُنَّا نَرَى هَذَا فِيمَا نُسِخَ . حَدَّثَنَاهُ عَلِيُّ بْنُ الْمُنْذِرِ، ثنا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، ثنا مُجَالِدٌ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، فَذَكَرَهُ . قَالَ الْبَزَّارُ : لا نَعْلَمُهُ يُرْوَى عَنْ عَائِشَةَ إِلا بِهَذَا الإِسْنَادِ *
অনুবাদঃ মাসরূক (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি ঘুমের সময় কিছু বলতেন?
তিনি (আয়িশা রাঃ) বললেন: যখন তিনি নিজ ঘরে প্রবেশ করতেন, তখন বলতেন: “যদি আদম সন্তানের সম্পদের দুটি উপত্যকাও থাকে, তবুও সে এর সাথে তৃতীয় আরেকটি উপত্যকার আকাঙ্ক্ষা করবে। মাটির নিচে যাওয়া (কবরের মাটি) ছাড়া তার মুখ কিছুতেই পূর্ণ হবে না। আর আল্লাহ সেই ব্যক্তির তওবা কবুল করেন, যে তওবা করে।”
এবং আমরা এই বাক্যটিকে (কুরআনের তেলাওয়াতের ক্ষেত্রে) মানসূখ (রহিত) বিষয়ের অন্তর্ভুক্ত বলে মনে করতাম।