الحديث


كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার





كشف الأستار (3421)


3421 - حَدَّثَنَا سَلَمَةُ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، ثنا سَعِيدٌ، يَعْنِي : ابْنَ أَبِي أَيُّوبَ، عَنْ مَعْرُوفِ بْنِ سُوَيْدٍ الْجُذَامِيِّ، عَنْ أَبِي عُشَانَةَ الْمَعَافِرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : ` هَلْ تَدْرُونَ أَوَّلَ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ خَلْقِ اللَّهِ ؟ قَالُوا : اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ : أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ خَلْقِ اللَّهِ : الْفُقَرَاءُ الْمُهَاجِرُونَ الَّذِينَ تُسَدُّ بِهِمُ الثُّغُورُ، وَتُتَّقَى بِهِمُ الْمَكَارِهُ، يَمُوتُ أَحَدُهُمْ وَحَاجَتُهُ فِي صَدْرِهِ، لا يَسْتَطِيعُ لَهَا قَضَاءً، وَيَقُولُ الْجَبَّارُ، تَبَارَكَ وَتَعَالَى لِمَنْ شَاءَ مِنْ مَلائِكَتِهِ : إِيتُوهُمْ فَحَيُّوهُمْ، فَيَقُولُ الْمَلائِكَةُ : رَبَّنَا نَحْنُ سُكَّانُ سَمَائِكَ، وَخِيرَتُكَ مِنْ خَلْقِكَ، أَتَأْمُرُنَا أَنْ نَأْتِيَ هَؤُلاءِ فَنُسَلِّمُ عَلَيْهِمْ ؟ قَالَ : إِنَّهُمْ كَانُوا عِبَادًا لِي يَعْبُدُونِي، لا يُشْرِكُونَ بِي شَيْئًا، وَتُسَدُّ بِهِمُ الثُّغُورُ، وَتُتَّقَى بِهِمُ الْمَكَارِهُ، قَالَ : فَيَأْتِيهِمُ الْمَلائِكَةُ عِنْدَ ذَلِكَ، فَيَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ : سَلامٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ سورة الرعد آية قُلْتُ : فِي الصَّحِيحِ طَرَفٌ مِنْهُ *




অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে আমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "তোমরা কি জানো, আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সর্বপ্রথম জান্নাতে কারা প্রবেশ করবে?"

তারা (সাহাবাগণ) বললেন, "আল্লাহ ও তাঁর রাসূলই অধিক অবগত।"

তিনি বললেন: "আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে সেই গরিব মুহাজিরগণ, যাদের দ্বারা সীমান্ত রক্ষা করা হয় এবং তাদের মাধ্যমে বিপদাপদ প্রতিহত করা হয়। তাদের কেউ কেউ মৃত্যুবরণ করে, অথচ তার প্রয়োজন হৃদয়েই রয়ে যায়, যা পূরণ করার সামর্থ্য সে পায় না।

আর মহাপরাক্রমশালী, বরকতময় ও সুমহান আল্লাহ তাঁর ফেরেশতাদের মধ্য থেকে যাদের ইচ্ছা হবে, তাদের বলবেন: ’তোমরা তাদের কাছে যাও এবং তাদের সালাম জানাও।’

তখন ফেরেশতাগণ বলবেন: ’হে আমাদের রব, আমরা আপনার আকাশের বাসিন্দা এবং আপনার সৃষ্টির মধ্যে উত্তম (মনোনীত)। আপনি কি আমাদের আদেশ করছেন যে আমরা এই লোকেদের কাছে গিয়ে তাদের সালাম জানাব?’

তিনি (আল্লাহ) বলবেন: ’নিশ্চয়ই তারা আমার বান্দা ছিল। তারা আমার ইবাদত করত, আমার সাথে কাউকে শরিক করত না, আর তাদের দ্বারা সীমান্ত সুরক্ষিত হতো এবং তাদের মাধ্যমেই বিপদাপদ প্রতিহত হতো।’

তিনি (নবী সাঃ) বললেন: তখন ফেরেশতাগণ তাদের কাছে আসবেন এবং তাদের নিকট প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করবেন (বলতে থাকবেন): ’তোমরা যে ধৈর্য ধারণ করেছ, তার ফলস্বরূপ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আর এ ঘর (জান্নাত) কতই না উত্তম প্রতিদান!’" (সূরা রাদ: ২৪)