الحديث


كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার





كشف الأستار (3435)


3435 - حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، ثنا يَزِيدُ، انبا الْمَسْعُودِيُّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ، عَنْ أَبِيهِ، قَالَ : إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَبْعَثَنَا فِي السَّرِيَةِ، مَا لَنَا طَعَامٌ إِلا السَّلْفُ مِنَ التَّمْرِ، فَنَقْبِضُ قَبْضَةً قَبْضَةً حَتَّى نَنْتَهِيَ إِلَى تَمْرَةٍ تَمْرَةٍ *




অনুবাদঃ আমের ইবনে রাবী‘আ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছোট সামরিক অভিযানে (সারিয়াতে) প্রেরণ করতেন, আর আমাদের কাছে খেজুরের সামান্য বরাদ্দ ছাড়া অন্য কোনো খাবার থাকতো না। ফলে আমরা (প্রথমে) মুঠো মুঠো করে খেজুর গ্রহণ করতাম, অবশেষে অবস্থা এমন দাঁড়াত যে (আমাদের প্রত্যেকে) একটি একটি খেজুর গ্রহণ করতে বাধ্য হতাম।