الحديث


إتحاف المهرة
Ithaful Maharah
ইতহাফুল মাহারাহ





إتحاف المهرة (39)


39 - حَدِيثٌ (أَبُو يَعْلَى) : أَنَّ رَسُولَ اللَّهِ ، صلى الله عليه وسلم ، قَالَ: " يُعَرِّفُنِي اللَّهُ نَفْسَهُ يَوْمَ الْقِيَامَةِ، فَأَسْجُدُ سَجْدَةً يَرْضَى بِهَا عَنِّي ، ثُمَّ أَمْدَحُهُ مَدْحَةً يَرْضَى بِهَا عَنِّي ، ثُمَّ يُؤْذَنُ لِي فِي الْكَلامِ ، ثُمَّ تَمُرُّ أُمَّتِي عَلَى الصِّرَاطِ مَضْرُوبٍ بَيْنَ ظَهْرَانَيْ جَهَنَّمَ ، فَيَمُرُّونَ أَسْرَعَ مِنَ الطَّرْفِ وَالسَّهْمِ ، وَأَسْرَعَ مِنْ أَجْوَدِ الْخَيْلِ ، حَتَّى يَخْرُجَ الرَّجُلُ مِنْهُمْ يَحْبُو ، وَهِيَ الأَعْمَالُ ، وَجَهَنَّمُ تَسْأَلُ الْمَزِيدَ حَتَّى يَضَعَ قَدَمَهُ فِيهَا، فَيَنْزَوِي بَعْضُهَا إِلَى بَعْضٍ وَتَقُولُ: قَطْ قَطْ ، وَأَنَا أُعْطَى الْحَوْضُ " قَالُوا: وَمَا الْحَوْضُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ شَرَابَهُ أَبْيَضُ مِنَ اللَّبَنِ ، وَأَحْلَى مِنَ الْعَسَلِ ، وَأَبْرَدُ مِنَ الثَّلْجِ ، وَأَطْيَبُ رِيحًا مِنَ الْمِسْكِ ، وَآنِيَتَهُ أَكْثَرُ مِنْ عَدَدِ النُّجُومِ ، لا يَشْرَبُ مِنْهُ إِنْسَانٌ فَيَظْمَأُ أَبَدًا ، وَلا يُصْرَفُ فَيُرْوَى أَبَدًا ".
أَبُو يَعْلَى: ثنا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ ، ثنا يُونُسُ ، ثنا عَبْدُ الْغَفَّارِ بْنُ الْقَاسِمِ ،عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ ، عَنْ أُبَيٍّ، بِهِ.
ـ‌




অনুবাদঃ উবাই (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "কিয়ামতের দিন আল্লাহ আমাকে তাঁর পরিচয় দেবেন। তখন আমি এমন একটি সিজদা করব যার মাধ্যমে তিনি আমার প্রতি সন্তুষ্ট হবেন। এরপর আমি এমনভাবে তাঁর প্রশংসা করব যার মাধ্যমে তিনি আমার প্রতি সন্তুষ্ট হবেন। অতঃপর আমাকে কথা বলার অনুমতি দেওয়া হবে। এরপর আমার উম্মত সিরাতের ওপর দিয়ে পার হবে, যা জাহান্নামের মধ্যস্থলে স্থাপন করা থাকবে। তারা চোখের পলক ও তীরের চেয়েও দ্রুত পার হবে, আর দ্রুতগামী ঘোড়ার চেয়েও দ্রুত পার হবে, এমনকি তাদের কেউ কেউ হামাগুড়ি দিয়ে বের হবে। আর এটাই হলো আমল (কর্মের ফল)। আর জাহান্নাম (জান্নাতবাসীদের দিকে ইঙ্গিত করে) আরও বেশি চাইতে থাকবে, যতক্ষণ না আল্লাহ তাতে তাঁর কদম (পায়ের পাতা) রাখবেন। তখন তার (জাহান্নামের) কিছু অংশ সংকুচিত হয়ে যাবে এবং বলবে: 'যথেষ্ট! যথেষ্ট!' আর আমাকে হাউজ (কাউসার) দেওয়া হবে।" সাহাবীরা বললেন, "হে আল্লাহর রাসূল! হাউজ কী?" তিনি বললেন, "যার হাতে আমার প্রাণ, তাঁর শপথ! এর পানীয় দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, বরফের চেয়েও ঠান্ডা এবং মেশকের চেয়েও সুঘ্রাণযুক্ত। এর পানপাত্রগুলো তারকারাজির সংখ্যার চেয়েও বেশি হবে। যে ব্যক্তি তা থেকে পান করবে, সে আর কখনো পিপাসার্ত হবে না, আর যাকে ফিরিয়ে দেওয়া হবে, সে চিরতরে তৃপ্ত হবে না।"