إتحاف المهرة
Ithaful Maharah
ইতহাফুল মাহারাহ
59 - حَدِيثٌ (ابْنُ أَصْبَغَ) : فِي كَرَاهِيَةِ أَخْذِ الأَجْرِ عَلَى تَعَلُّمِ الْقُرْآنِ.
أَخْرَجَهُ قَاسِمُ بْنُ أَصْبَغَ: عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَوْحٍ ، عَنْ شَبَابَةَ ، عَنِ ابْنِ زَبْرٍ ، هُوَ عَبْدُ اللَّهِ بْنُ الْعَلاءِ ، عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلانِيِّ ، عَنْهُ، بِهِ. وَفِي سِيَاقِهِ صُورَةُ انْقِطَاعٍ ، وَرِجَالُهُ مَوْثُوقُونَ.
অনুবাদঃ ৫৯ - হাদীস (ইবনু আসবাগ): কুরআন শিক্ষার বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ মাকরুহ হওয়ার বিষয়ে।
এটি বর্ণনা করেছেন কাসিম ইবনু আসবাগ: আব্দুল্লাহ ইবনু রওহ থেকে, তিনি শাবাবা থেকে, তিনি ইবনু যাবর থেকে—যিনি হলেন আব্দুল্লাহ ইবনুল 'আলা—তিনি বুসর ইবনু উবাইদুল্লাহ থেকে, তিনি আবূ ইদরীস আল-খাওলানী থেকে, তিনি তাঁর থেকে, এর সাথে। আর এর সনদের বিন্যাসে বিচ্ছিন্নতার (ইনকিতা) একটি রূপ রয়েছে, তবে এর বর্ণনাকারীরা বিশ্বস্ত।