إتحاف المهرة
Ithaful Maharah
ইতহাফুল মাহারাহ
إتحاف المهرة (82)
82 - حَدِيثٌ (عه) : أَنَّهُ قَالَ لِعُمَرَ: أَبُعِثْتَ عَذَابًا عَلَى أَصْحَابِ مُحَمَّدٍ! ! وَفِيهِ قِصَّةُ أَبِي مُوسَى فِي الاسْتِئْذَانِ.
عه فِي الاسْتِئْذَانِ: يَأْتِي فِي تَرْجَمَةِ أَبِي بُرْدَةَ ، عَنْ أَبِيهِ.
ـ
অনুবাদঃ আবূ মূসা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত... নিশ্চয়ই এক ব্যক্তি উমরকে (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছিলেন: 'আপনি কি মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবীদের জন্য আযাব স্বরূপ প্রেরিত হয়েছেন?!' এবং এতে (হাদীসে) অনুমতি চাওয়ার ব্যাপারে আবূ মূসা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর ঘটনা রয়েছে। অনুমতি চাওয়ার অধ্যায়ে এটি আবূ বুরদাহর সূত্রে তাঁর পিতা (আবূ মূসা) থেকে বর্ণিত হিসেবে আসবে।