المطالب العالية
Al Matwalibul Aliyah
আল মাত্বালিবুল আলিয়াহ
33 - وَقَالَ الْحَارِثُ : حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، ثنا ابْنُ أَبِي لَيْلَى، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنْ رجُلٍ مِنْ آلِ أَبِي وَدَاعَةَ قَالَ : ` اسْتَسْقَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَطُوفُ بِالْبَيْتِ، فَقَالَ رَجُلٌ مِنْهُمْ : أَلا آتِيكَ بِشَرَابٍ نَصْنَعُهُ ؟ قَالَ : ` بَلَى `، قال : فَأَتَى بِإِنَاءٍ فِيهِ نَبِيذٌ، فَقَالَ : ` فَهَلا أَكْبَبْتَ عَلَيْهِ إِنَاءً، أَوْ عَرَضْتَ عَلَيْهِ عُودًا `، قَالَ : فَشَرِبَ صلّى الله عليه وسلم فَقَطَّبَ، فَدَعَا بِمَاءٍ فَصَبَّهُ عَلَيْهِ، ثُمَّ شَرِبَ وَسَقَاهُ ` *
অনুবাদঃ আবু ওয়াদাআর পরিবারভুক্ত একজন ব্যক্তি থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবা শরীফ তাওয়াফ করার সময় পানীয় চাইলেন। তখন উপস্থিত লোকদের মধ্যে একজন বললেন, ’আমরা তৈরি করি এমন পানীয় কি আপনার জন্য আনব না?’ তিনি বললেন, ’হ্যাঁ (নিশ্চয়)।’ লোকটি তখন একটি পাত্রে নবীয (খেজুর ভিজিয়ে তৈরি পানীয়) নিয়ে এল।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ’তুমি এর উপর পাত্র উপুড় করে রাখলে না কেন, অথবা এর উপর একটি কাঠি/আবরণ দিয়ে রাখলে না কেন?’
বর্ণনাকারী বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা পান করলেন এবং (তীব্র স্বাদের কারণে) মুখ কুঁচকালেন। অতঃপর তিনি পানি আনতে বললেন এবং সেই পানীয়টির ওপর তা ঢেলে দিলেন (যাতে তা পাতলা হয়ে যায়)। এরপর (মিশ্রিত পানীয়) পান করলেন এবং অন্যদেরও পান করালেন।