الحديث


المطالب العالية
Al Matwalibul Aliyah
আল মাত্বালিবুল আলিয়াহ





المطالب العالية (53)


53 - وَقَالَ أَبُو يَعْلَى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الْمُسَيَّبِيُّ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ مَوْلَى ابْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَتْهُ وُفُودُ الْجِنِّ مِنَ الْجَزِيرَةِ، فَأَقَامُوا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ بَدَا لَهُمْ فَأَرَادُوا الرُّجُوعَ إِلَى بِلادِهِمْ، فَسَأَلُوهُ أَنْ يُزَوِّدَهُمْ فَقَالَ : ` مَا عِنْدِي مَا أُزَوِّدُكُمْ بِهِ، وَلَكِنِ ادْنُوا لِكُلِّ عَظْمٍ مَرَرْتُمْ بِهِ، فَهُوَ لَكُمْ لَحْمٌ عَرِيضٌ، وَكُلُّ رَوْثٍ مَرَرْتُمْ بِهِ، فَهُوَ لَكُمْ ثَمَرٌ ` . فَلِذَلِكَ نَهَى أَنْ يُتَمَسَّحَ بِالْبَعْرِ وَالرِّمَّةِ *




অনুবাদঃ আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,

নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে জাযিরাতুল আরব (উপদ্বীপ) থেকে একদল জিন প্রতিনিধি হিসেবে এসেছিলেন। তাঁরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে অবস্থান করলেন। এরপর যখন তাঁরা নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছা করলেন, তখন তাঁরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কিছু পাথেয় (খাবার) চাইলেন।

তখন তিনি বললেন, ’আমার কাছে এমন কিছু নেই যা দিয়ে আমি তোমাদের পাথেয় দিতে পারি। তবে তোমরা যে কোনো হাড্ডি অতিক্রম করবে, সেটাই তোমাদের জন্য প্রচুর গোশত হবে; আর যে কোনো গোবর (পশুর বিষ্ঠা) অতিক্রম করবে, সেটাই তোমাদের জন্য ফল হবে।’

এ কারণেই (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পশুর বিষ্ঠা এবং পুরোনো হাড্ডি দ্বারা ইস্তিঞ্জা করতে বা পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন।