الحديث


المطالب العالية
Al Matwalibul Aliyah
আল মাত্বালিবুল আলিয়াহ





المطالب العالية (59)


59 - وَقَالَ عَبْدُ بْنُ حُمَيْدٍ ثنا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، ثنا الْمُخْتَارُ بْنُ نَافِعٍ، عَنْ أَبِي مَطَرٍ قَالَ : ` بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ مَعَ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ لَهُ رَجُلٌ : أَرِنِي وُضُوءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ فَدَعَا قَنْبَرًا، فَقَالَ : ائْتِنِي بِكُوزٍ مِنْ مَاءٍ، فَغَسَلَ يَدَيْهِ وَوَجْهَهُ ثَلاثًا ثَلاثًا، وَأَدْخَلَ بعْضَ أَصَابِعِهِ فِي فِيهِ ` . فَذَكَرَ الْحَدِيثَ، وَفِيهِ : ` خَارِجَ الأُذُنَيْنِ مِنَ الرَّأْسِ، وَبَاطِنَهَا مِنَ الْوَجْهِ، ثُمَّ حَسَا حَسْوَةً بَعْدَ الْوُضُوءِ `، ثُمَّ قَالَ : ` كَذَا كَانَ وُضُوءُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ` *




অনুবাদঃ আবু মাত্বার (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে উপবিষ্ট ছিলাম। তখন এক ব্যক্তি তাঁকে বললেন, "আপনি আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওযূ দেখান।"

তখন তিনি কানবারকে ডাকলেন এবং বললেন, "আমার জন্য একটি পানির পাত্র নিয়ে আসো।" এরপর তিনি তাঁর উভয় হাত এবং মুখমণ্ডল তিনবার করে ধৌত করলেন এবং তাঁর কিছু আঙ্গুল মুখের মধ্যে প্রবেশ করালেন।

[এরপর বর্ণনাকারী সম্পূর্ণ হাদীসটি উল্লেখ করেন] আর তাতে (এই অংশটি) ছিল: "কানের বাইরের দিক মাথার অন্তর্ভুক্ত, আর কানের ভেতরের দিক মুখমণ্ডলের অন্তর্ভুক্ত।"

অতঃপর ওযূ শেষ করার পর তিনি এক অঞ্জলি পানি পান করলেন। এরপর তিনি বললেন, "আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওযূ এমনই ছিল।"