المستدرك على الصحيحين للحاكم
Al-Mustadrak alas-Sahihayn lil Hakim
আল-মুস্তাদরাক আলাস-সহীহাইন লিল হাকিম
75 - حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ الْبَصْرِيُّ، بِمِصْرَ، ثنا وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ، ثنا أَبِي، عَنْ كُلْثُومِ بْنِ جَبْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " أَخَذَ اللَّهُ الْمِيثَاقَ مِنْ ظَهْرِ آدَمَ فَأَخْرَجَ مِنْ صُلْبِهِ ذُرِّيَّةً ذَرَاهَا فَنَثَرَهُمْ نَثْرًا بَيْنَ يَدَيْهِ كَالذَّرِّ، ثُمَّ كَلَّمَهُمْ، فَقَالَ: أَلَسْتُ بِرَبِّكُمْ؟ قَالُوا: بَلَى، شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ، أَوْ تَقُولُوا إِنَّمَا أَشْرَكَ آبَاؤُنَا مِنْ قَبْلُ، وَكُنَّا ذُرِّيَّةً مِنْ بَعْدِهِمْ، أَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُونَ «.» هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ، وَقَدِ احْتَجَّ مُسْلِمٌ بِكُلْثُومِ بْنِ جَبْرٍ "
[التعليق - من تلخيص الذهبي]
75 - احتج مسلم بكلثوم
অনুবাদঃ ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: আল্লাহ তাআলা আদম (আঃ)-এর পৃষ্ঠদেশ থেকে অঙ্গীকার (মিথাক) গ্রহণ করলেন। অতঃপর তিনি তার মেরুদণ্ড থেকে এমন বংশধরদের বের করলেন যাদের তিনি সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তাদের তার সামনে পিঁপড়ার মতো একযোগে বিক্ষিপ্ত করলেন। এরপর তিনি তাদের সাথে কথা বললেন এবং বললেন: "আমি কি তোমাদের রব (প্রতিপালক) নই?" তারা বলল: "হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম।" (এই জন্য যে) তোমরা যেন কিয়ামতের দিন না বল যে, 'আমরা এই বিষয়ে গাফেল (অজ্ঞ) ছিলাম,' অথবা তোমরা না বল যে, 'আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরাই তো আগে শিরক করেছিল এবং আমরা ছিলাম তাদের পরবর্তী বংশধর। তবে কি ভ্রান্তকারীরা যা করেছে, তার কারণে আপনি আমাদের ধ্বংস করে দেবেন?'
[নোটঃ AI দ্বারা অনূদিত]