الحديث


مستخرج أبي عوانة
Mustakhraj Abi `Awanah
মুস্তাখরাজ আবী আওয়ানাহ





مستخرج أبي عوانة (66)


66 - حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ قَالَ: صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ فِي إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنَ اللَّيْلِ، فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَقَالَ: «هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ؟» قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: " فَقَالَ: « أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ، فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ فَذَلِكَ مُؤْمِنٌ بِي كَافِرٌ بِالْكَوْكَبِ، وَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِنَوْءِ كَذَى وَكَذَا وَكَذَى فَذَلِكَ كَافِرٌ بِي مُؤْمِنٌ بِالْكَوْكَبِ»




অনুবাদঃ যায়িদ ইবন খালিদ আল-জুহানি (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ায় আমাদের সাথে ফজরের সালাত আদায় করলেন। এই সালাত ছিল রাতে বৃষ্টিপাতের পরপরই। যখন তিনি সালাত শেষ করলেন, তখন তিনি লোকদের দিকে ফিরে তাকালেন এবং বললেন, "তোমরা কি জানো, তোমাদের রব (প্রভু) কী বলেছেন?"

তারা বললেন, "আল্লাহ এবং তাঁর রাসূলই ভালো জানেন।"

তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, (আল্লাহ তা’আলা বলেছেন): "আমার বান্দাদের মধ্যে কেউ কেউ আমার প্রতি বিশ্বাসী (মুমিন) অবস্থায় ভোর করেছে এবং কেউ কেউ কাফির (অবিশ্বাসী) অবস্থায় ভোর করেছে।

"সুতরাং যে ব্যক্তি বলল, ’আমরা আল্লাহর অনুগ্রহ ও দয়ার মাধ্যমে বৃষ্টি লাভ করেছি’, সে ব্যক্তি আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি অবিশ্বাসী।

"আর যে ব্যক্তি বলল, ’আমরা অমুক অমুক নক্ষত্রের প্রভাবে বৃষ্টি পেয়েছি’, সে ব্যক্তি আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী।"