الحديث


مستخرج أبي عوانة
Mustakhraj Abi `Awanah
মুস্তাখরাজ আবী আওয়ানাহ





مستخرج أبي عوانة (67)


67 - حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَرَّانِيُّ قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ قَالَ: ثنا سُفْيَانُ قَالَ: صَالِحُ بْنُ كَيْسَانَ حَدَّثَنِي، سَمِعَ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ يُحَدِّثُ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ قَالَ: " مُطِرَ النَّاسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ، فَلَمَّا أَصْبَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " أَلَمْ تَسْمَعُوا مَا قَالَ رَبُّكُمُ اللَّيْلَةَ؟ قَالَ: « مَا أَنْعَمْتُ عَلَى عِبَادِي مِنْ نِعْمَةٍ إِلَّا أَصْبَحَ فَرِيقٌ مِنْهُمْ بِهَا كَافِرِينَ، فَأَمَّا مَنْ آمَنَ بِي وَحَمِدَنِي عَلَى سُقْيَايَ فَذَلِكَ الَّذِي آمَنَ بِي وَكَفَرَ بِالْكَوْكَبِ، وَأَمَّا الَّذِي قَالَ مُطِرْنَا بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَلِكَ الَّذِي آمَنَ بِالْكَوْكَبِ وَكَفَرَ بِي أَوْ كَفَرَ نِعْمَتِي»




অনুবাদঃ যায়দ ইবনু খালিদ আল-জুহানী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যুগে এক রাতে বৃষ্টি হয়েছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকালে উঠলেন, তখন তিনি বললেন: "তোমরা কি শোনোনি তোমাদের রব আজ রাতে কী বলেছেন?"

তিনি [আল্লাহ্ তা’আলা] বলেছেন: "আমি আমার বান্দাদেরকে এমন কোনো নি‘আমত দেই না, যার কারণে তাদের মধ্য থেকে একদল সেটির প্রতি কাফির (অকৃতজ্ঞ বা অবিশ্বাসী) হয়ে যায় না। সুতরাং যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনল এবং আমার বৃষ্টি বর্ষণের জন্য আমার প্রশংসা করল, সে-ই হলো এমন ব্যক্তি, যে আমার প্রতি ঈমান আনল এবং নক্ষত্রের প্রতি কুফরি (অবিশ্বাস) করল। আর যে ব্যক্তি বলল যে, আমরা অমুক অমুক নক্ষত্রের প্রভাবে বৃষ্টি লাভ করেছি, সে হলো এমন ব্যক্তি, যে নক্ষত্রের প্রতি ঈমান আনল এবং আমার প্রতি কুফরি করল অথবা আমার নি‘আমতের প্রতি কুফরি করল।"