المسند المستخرج على صحيح مسلم
Al Musnad Al Mustakhraj `Ala Sahih Muslim
আল-মুসনাদ আল-মুস্তাখরাজ `আলা সহীহ মুসলিম
3477 - ثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ يحيي ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ السَّرَّاجُ ثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَأَبُو مَعْمَرٍ وَثنا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ ثَنَا مُحَمَّدُ بْنُ بَرَكَة ثَنَا يُوسُفُ بْنُ سَعِيدِ بْنِ مُسلم وحَدثني إِبْرَاهِيم بن وَاقد وَثَنَا أَبُو عَمْرِو بْنُ حَمْدَانَ ثَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ ثَنَا أَبُو مَعْمَرٍ إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ قَالُوا ثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ سَمِعَ عُبَيْدُ بْنُ عُمَيْرٍ قَالَ سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ (إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَبِيتُ عِنْدَ زَيْنَبَ وَكَانَتْ تَسْقِيهِ الْعَسَلَ قَالَتْ فَتَوَاطَأْتُ أَنَا وَحَفْصَةُ أَيّنَا دَخَلَ عَلَيْهَا فَلْتَقُلْ إِنِّي أَشُمُّ مِنْكَ رِيحَ الْمَغَافِيرِ فَفَعَلْتُهَا بِهِ فَقَالَ مَا هِيَ إِلَّا عَسَلٌ شَرِبْتُهُ عِنْدَ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ لَا عُدْتِ إِلَيْهِ وَلا شَرِبْتُهُ فَأنْزل الله {يَا أَيهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ تَبْتَغِي مَرْضَاتَ أَزْوَاجِكَ} حَفْصَةَ وَعَائِشَةَ {وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بعض أَزوَاجه حَدِيثا} عَائِشَةَ وَحَفْصَةَ) لَفْظُ يُوسُفَ
رَوَاهُ مُسْلِمٌ عَنْ مُحَمَّدِ بْنِ حَاتِمٍ عَنْ حَجَّاجٍ
অনুবাদঃ আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:
নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যয়নব বিনতে জাহশের (রাদ্বিয়াল্লাহু আনহুমা) নিকট রাত্রিযাপন করতেন এবং তিনি তাঁকে মধু পান করাতেন। তিনি (আয়িশা) বলেন, তখন আমি ও হাফসা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এই বিষয়ে একমত হলাম যে, আমাদের দুজনের মধ্যে যার নিকটই তিনি প্রবেশ করবেন, সে যেন তাঁকে বলে, ‘আমি আপনার নিকট মাগাফীরের (এক প্রকার গন্ধযুক্ত আঠার) গন্ধ পাচ্ছি।’
অতঃপর আমি তাঁর সাথে (সেই পরিকল্পনা অনুযায়ী) আচরণ করলাম। তিনি বললেন, ‘এটি তো কেবল মধু, যা আমি যায়নাব বিনতে জাহশের (রাদ্বিয়াল্লাহু আনহুমা) নিকট পান করেছি। আমি আর কখনো তা করব না এবং পানও করব না।’
তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন: {হে নবী! আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন, আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টি লাভের জন্য তা কেন হারাম করছেন?} (সূরা তাহরীম, আয়াত ১)। (এখানে ‘আপনার স্ত্রীগণ’ বলতে হাফসা ও আয়িশাকে (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বোঝানো হয়েছে।) এবং (আল্লাহ নাযিল করলেন) {আর যখন নবী তাঁর স্ত্রীদের মধ্যে একজনকে গোপনে একটি কথা বলেছিলেন...} (সূরা তাহরীম, আয়াত ৩)। (এই আয়াতে যাদের কাছে গোপন কথা বলা হয়েছিল, তারা হলেন আয়িশা ও হাফসা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)।)