الحديث


موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক





موطأ مالك (2757)


2757 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن وَهْبِ بْنِ كَيْسَانَ، عَن مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، أَنَّهُ قَالَ: كُنْتُ جَالِسًا عِنْدَ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ، فَدَخَلَ عَلَيْهِ رَجُلٌ مِنْ أَهْلِ الْيَمَنِ، فَقَالَ: السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، ثُمَّ زَادَ شَيْئًا مَعَ ذَلِكَ أَيْضًا، قَالَ ابْنُ عَبَّاسٍ، وَهُوَ يَوْمَئِذٍ قَدْ ذَهَبَ بَصَرُهُ، مَنْ هَذَا؟ قَالُوا: هَذَا الْيَمَانِي الَّذِي يَغْشَاكَ، فَعَرَّفُوهُ إِيَّاهُ، قَالَ: فَقَالَ ابْنُ عَبَّاسٍ: إِنَّ السَّلاَمَ انْتَهَى إِلَى الْبَرَكَةِ.




অনুবাদঃ মুহাম্মাদ ইবনু আমর ইবনু আতা (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি একবার আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট উপবিষ্ট ছিলাম। এমন সময় ইয়েমেনের অধিবাসী এক ব্যক্তি তাঁর কাছে প্রবেশ করলো। সে বললো, "আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।" এরপর সে এর সাথে আরও কিছু কথা যোগ করলো।

(বর্ণনাকারী বলেন,) ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা), যিনি সেসময় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, তিনি জিজ্ঞেস করলেন, "এই ব্যক্তিটি কে?" লোকেরা বললো, "ইনি সেই ইয়েমেনী যিনি আপনার কাছে প্রায়ই আসেন।" তারা তাঁকে লোকটির পরিচয় করিয়ে দিল।

এরপর ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, "নিশ্চয়ই সালাম (’বারাকাহ’ তথা) বরকত পর্যন্ত গিয়েই সমাপ্ত হয়ে গিয়েছে।"