الحديث


موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক





موطأ مالك (2760)


2760 - قَالَ يَحيَى: وَسُئِلَ مَالِكٌ عَمَّنْ سَلَّمَ عَلَى الْيَهُودِيِّ أَوِ النَّصْرَانِيِّ هَلْ يَسْتَقِيلُهُ ذَلِكَ؟ فَقَالَ: لاَ.




অনুবাদঃ ইয়াহিয়া (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: ইমাম মালিক (রাহিমাহুল্লাহ)-কে জিজ্ঞেস করা হয়েছিল সেই ব্যক্তি সম্পর্কে, যে কোনো ইহুদি বা খ্রিস্টানকে সালাম দিয়েছে – (সালাম দেওয়ার পর) তার কি উচিত তা প্রত্যাহার করা বা সেই বিষয়ে ক্ষমা চাওয়া? জবাবে তিনি বললেন: ‘না’।