الحديث


موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক





موطأ مالك (2769)


2769 - حَدَّثَنِي مَالِكٌ، عَن عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ، عَن أَبِيهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ: إِنْ عَطَسَ فَشَمِّتْهُ، ثُمَّ إِنْ عَطَسَ فَشَمِّتْهُ، ثُمَّ إِنْ عَطَسَ فَشَمِّتْهُ، ثُمَّ إِنْ عَطَسَ فَقُلْ: إِنَّكَ مَضْنُوكٌ، قَالَ عَبْدُ اللهِ بْنُ أَبِي بَكْرٍ: لاَ أَدْرِي أَبَعْدَ الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ.




অনুবাদঃ আবু বকর (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

যদি কেউ হাঁচি দেয়, তবে তুমি তার (জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলে) তাশমীত করো। অতঃপর সে আবার হাঁচি দিলে তুমি তার তাশমীত করো। অতঃপর সে আবার হাঁচি দিলে তুমি তার তাশমীত করো। এরপর সে আবারও হাঁচি দিলে তুমি বলো: ‘নিশ্চয়ই তুমি রোগাক্রান্ত (মাদনূক)।’

আব্দুল্লাহ ইবনে আবী বকর (রাহিমাহুল্লাহ) বলেন: আমি নিশ্চিত নই, (এই কথাটি) তৃতীয়বারের পরে নাকি চতুর্থবারের পরে বলতে হবে।