الحديث


موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক





موطأ مالك (2770)


2770 - وَحَدَّثَنِي مَالِكٌ، عَن نَافِعٍ، عَن عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا عَطَسَ، فَقِيلَ لَهُ: يَرْحَمُكَ اللهُ؟ قَالَ: يَرْحَمُنَا اللهُ وَإِيَّاكُمْ، وَيَغْفِرُ لَنَا وَلَكُمْ.




অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি যখন হাঁচি দিতেন, আর তাঁকে বলা হতো: ’আল্লাহ আপনার উপর দয়া করুন’ (ইয়ারহামুকাল্লাহ), তখন তিনি বলতেন: ’আল্লাহ আমাদের এবং আপনাদের উপর দয়া করুন, আর তিনি আমাদের এবং আপনাদের ক্ষমা করুন।’ (ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়্যাকুম, ওয়া ইয়াগফির লানা ওয়া লাকুম)।