موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (2819)
2819 - وَحَدَّثَنِي مَالِكٌ، عَن عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، عَن أَبِي صَالِحٍ السَّمَّانِ، أَنَّهُ أَخْبَرَهُ، أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ: إِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مَا يُلْقِي لَهَا بَالاً، يَهْوِي بِهَا فِي نَارِ جَهَنَّمَ، وَإِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مَا يُلْقِي لَهَا بَالاً، يَرْفَعُهُ اللهُ بِهَا فِي الْجَنَّةِ.
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয়ই কোনো কোনো লোক এমন একটি কথা বলে, যার প্রতি সে কোনো ভ্রুক্ষেপও করে না, কিন্তু সেই কথাটির কারণে সে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়। আবার নিশ্চয়ই কোনো কোনো লোক এমন একটি কথা বলে, যার প্রতি সে কোনো ভ্রুক্ষেপও করে না, কিন্তু সেই কথাটির কারণে আল্লাহ তাকে জান্নাতে উন্নীত করেন।