موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
2821 - وحَدَّثَنِي مَالِكٌ، أَنَّهُ بَلَغَهُ، أَنَّ عِيسَى ابْنَ مَرْيَمَ عَلَيْهِ السَّلاَمُ كَانَ يَقُولُ: لاَ تُكْثِرُوا الْكَلاَمَ بِغَيْرِ ذِكْرِ اللهِ، فَتَقْسُوَ قُلُوبُكُمْ، فَإِنَّ الْقَلْبَ الْقَاسِيَ بَعِيدٌ مِنَ اللهِ، وَلَكِنْ لاَ تَعْلَمُونَ، وَلاَ تَنْظُرُوا فِي ذُنُوبِ النَّاسِ كَأَنَّكُمْ أَرْبَابٌ، وَانْظُرُوا فِي ذُنُوبِكُمْ كَأَنَّكُمْ عَبِيدٌ، فَإِنَّمَا النَّاسُ مُبْتَلًى، وَمُعَافًى، فَارْحَمُوا أَهْلَ الْبَلاَءِ، وَاحْمَدُوا اللهَ عَلَى الْعَافِيَةِ.
অনুবাদঃ ঈসা ইবনে মারইয়াম (আলাইহিস সালাম) থেকে বর্ণিত, তিনি বলতেন:
আল্লাহ্র যিকির (স্মরণ) ছাড়া তোমরা বেশি কথা বলো না, কারণ এর ফলে তোমাদের অন্তর কঠিন হয়ে যাবে। আর নিশ্চয়ই কঠিন অন্তর আল্লাহ্ থেকে অনেক দূরে থাকে, কিন্তু তোমরা তা জানো না।
তোমরা মানুষের পাপের দিকে এমনভাবে তাকিও না, যেন তোমরা প্রভু বা বিচারক। বরং নিজেদের পাপের দিকে এমনভাবে তাকাও, যেন তোমরা (আল্লাহ্র) বান্দা। কেননা মানুষ হয় পরীক্ষিত (বিপদে নিপতিত), না হয় নিরাপদ (সুস্থতা/মুক্তিপ্রাপ্ত)। সুতরাং, যারা বিপদে আছে তাদের প্রতি দয়া করো এবং সুস্থতা ও নিরাপত্তার জন্য আল্লাহ্র প্রশংসা করো।