موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (2822)
2822 - وحَدَّثَنِي مَالِكٌ، أَنَّهُ بَلَغَهُ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ كَانَتْ تُرْسِلُ إِلَى بَعْضِ أَهْلِهَا بَعْدَ الْعَتَمَةِ فَتَقُولُ: أَلاَ تُرِيحُونَ الْكُتَّابَ.
অনুবাদঃ আয়েশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রী আয়েশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ’আতামার (এশার) নামাযের পর তাঁর পরিবারের কিছু সদস্যের কাছে লোক পাঠাতেন এবং বলতেন: তোমরা কি (তোমাদের আমল লিপিবদ্ধকারী) লেখকদের বিশ্রাম দেবে না?