موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (2849)
2849 - وَحَدَّثَنِي عَن مالِكٍ، قَالَ: بَلَغَنِي أَنَّ مِسْكِينًا اسْتَطْعَمَ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ وَبَيْنَ يَدَيْهَا عِنَبٌ، فَقَالَتْ لإِنْسَانٍ: خُذْ حَبَّةً، فَأَعْطِهِ إِيَّاهَا، فَجَعَلَ يَنْظُرُ إِلَيْهَا وَيَعْجَبُ، فَقَالَتْ عَائِشَةُ: أَتَعْجَبُ كَمْ تَرَى فِي هَذِهِ الْحَبَّةِ مِنْ مِثْقَالِ ذَرَّةٍ.
অনুবাদঃ উম্মুল মু’মিনীন আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত— তাঁর কাছে একজন মিসকীন খাবার চাইল। তখন তাঁর সামনে আঙ্গুর রাখা ছিল। তিনি একজন লোককে বললেন: "একটি আঙ্গুরের দানা নাও এবং তাকে সেটি দিয়ে দাও।"
মিসকীনটি তখন সেটির দিকে তাকিয়ে বিস্মিত হচ্ছিল। আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: "তুমি কি বিস্মিত হচ্ছো? তুমি জানো কি, এই একটি দানার মধ্যে কতটুকু ’মিছক্বালা যর্রাহ্’ (অণু পরিমাণ) সওয়াব তুমি দেখতে পাচ্ছো?"