موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (2859)
2859 - حَدَّثَنِي عَن مَالِكٍ؛ أَنَّهُ بَلَغَهُ، أَنَّ لُقْمَانَ الْحَكِيمَ أَوْصَى ابْنَهُ فَقَالَ: يَا بُنَيَّ جَالِسِ الْعُلَمَاءَ، وَزَاحِمْهُمْ بِرُكْبَتَيْكَ، فَإِنَّ اللهَ تَعَالَى يُحْيِي الْقُلُوبَ بِنُورِ الْحِكْمَةِ، كَمَا يُحْيِي اللهُ الأَرْضَ الْمَيْتَةَ بِوَابِلِ السَّمَاءِ.
অনুবাদঃ লুকমান হাকীম (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি তাঁর পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন:
“হে আমার প্রিয় বৎস, তুমি জ্ঞানীদের (আলিমদের) মজলিসে বসো, এবং তাঁদের হাঁটুতে হাঁটু লাগিয়ে (অর্থাৎ পূর্ণ মনোযোগ ও আগ্রহ সহকারে) ভিড় করো। কেননা আল্লাহ তাআলা হিকমতের (প্রজ্ঞার) আলো দ্বারা অন্তরসমূহকে জীবিত করেন, যেমনভাবে আল্লাহ তাআলা আসমানের মুষলধারার বর্ষণে মৃত ভূমিকে সজীব করেন।”