موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক
موطأ مالك (33)
33 - وَحَدَّثَنِي عَن مالِكٍ، عَن أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَن أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ: إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَلْيَجْعَلْ فِي أَنْفِهِ مَاءً، ثُمَّ لِيَنْثِرْ، وَمَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ.
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যখন তোমাদের কেউ ওযু করে, সে যেন তার নাকে পানি প্রবেশ করায়, অতঃপর তা ঝেড়ে ফেলে। আর যে ব্যক্তি ইস্তিজমার (শৌচকার্যে ঢিলা বা অনুরূপ বস্তু ব্যবহার) করে, সে যেন বিজোড় সংখ্যায় তা করে।