الحديث


موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক





موطأ مالك (7)


7 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن عَمِّهِ أَبِي سُهَيْلٍ بْنِ مَالِكٍ، عَن أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَتَبَ إِلَى أَبِي مُوسَى: أَنْ صَلِّ الظُّهْرَ إِذَا زَاغَتِ الشَّمْسُ، وَالْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ نَقِيَّةٌ قَبْلَ أَنْ يَدْخُلَهَا صُفْرَةٌ، وَالْمَغْرِبَ إِذَا غَرَبَتِ الشَّمْسُ، وَأَخِّرِ الْعِشَاءَ مَا لَمْ تَنَمْ، وَصَلِّ الصُّبْحَ وَالنُّجُومُ بَادِيَةٌ مُشْتَبِكَةٌ، وَاقْرَأْ فِيهَا بِسُورَتَيْنِ طَوِيلَتَيْنِ مِنَ الْمُفَصَّلِ.




অনুবাদঃ উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি আবু মূসা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট লিখে পাঠালেন:

“তুমি যোহরের সালাত আদায় করবে যখন সূর্য মধ্যাকাশ থেকে হেলে যাবে। আর আসরের সালাত আদায় করবে যখন সূর্য থাকবে উজ্জ্বল ও পরিচ্ছন্ন—হলুদ বর্ণ ধারণ করার পূর্বে। আর মাগরিবের সালাত আদায় করবে যখন সূর্য অস্তমিত হবে। আর ইশার সালাত বিলম্ব করবে যতক্ষণ না তুমি ঘুমিয়ে যাও। আর ফজরের সালাত আদায় করবে যখন তারকারাজি স্পষ্ট ও সুবিন্যস্ত অবস্থায় দৃশ্যমান থাকবে। আর তাতে (ফজরের সালাতে) মুফাসসাল অংশের দীর্ঘ দুটি সূরা পাঠ করবে।”