سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
سنن سعيد بن منصور (13)
13 - سَعِيدٌ قَالَ: نا هُشَيْمٌ، عَنْ حَجَّاجِ بْنِ أَرْطَأَةَ، قَالَ: نا شَيْخٌ مِنْ -[56]- هَمْدَانَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، أَنَّهُ قَالَ فِي زَوْجٍ وَأَبَوَيْنِ، فَجَعَلَ لِلزَّوْجِ النِّصْفَ ثَلَاثَةَ أَسْهُمٍ، وَلِلْأُمِّ ثُلُثَ مَا بَقِيَ، وَلِلْأَبِ سَهْمَيْنِ "
অনুবাদঃ আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি [এক মৃত ব্যক্তির] স্বামী এবং পিতা-মাতা ওয়ারিশ হিসাবে রেখে যাওয়া সম্পত্তির ব্যাপারে বলেন: তিনি স্বামীর জন্য অর্ধেক অংশ—যা তিন অংশ ছিল—নির্ধারণ করেন। আর মায়ের জন্য অবশিষ্ট সম্পত্তির এক-তৃতীয়াংশ এবং পিতার জন্য দুই অংশ নির্ধারণ করেন।