سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
20 - سَعِيدٌ قَالَ: نا هُشَيْمٌ قَالَ: أنا مُغِيرَةُ، عَنْ إِبْرَاهِيمَ، أَنَّ عُمَرَ، وَابْنَ مَسْعُودٍ، وَزَيْدَ بْنَ ثَابِتٍ قَالُوا «فِي الْمُشَرَّكِينَ لِلزَّوْجِ النِّصْفُ، وَلِلْأُمِّ السُّدُسُ وَمَا بَقِيَ وَهُوَ الثُّلُثُ أَشْرَكُوا فِيهِ بَيْنَ الْأُخْوَةِ وَالْأَخَوَاتِ مِنَ الْأَبِ وَالْأُمِّ وَالْأُخْوَةِ وَالْأَخَوَاتِ مِنَ الْأُمِّ، وَالذَّكَرُ وَالْأُنْثَى فِيهِ سَوَاءٌ»
অনুবাদঃ উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা), ইবনে মাসউদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এবং যায়দ ইবনে ছাবিত (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তাঁরা ‘মুশাররাকাহ’ (Musharrakah) সংক্রান্ত মাসআলা সম্পর্কে বলেছেন:
স্বামীর জন্য হলো অর্ধেক (১/২), আর মায়ের জন্য হলো এক-ষষ্ঠাংশ (১/৬)। আর যা অবশিষ্ট থাকে—যা হলো এক-তৃতীয়াংশ (১/৩)—তাতে তাঁরা সহোদর ভাই-বোন (পিতা ও মাতা উভয়ের দিক থেকে) এবং বৈপিত্রেয় ভাই-বোনদের (কেবল মায়ের দিকের ভাই-বোনদের) মধ্যে ভাগ করে দেন। আর এই (অবশিষ্ট) অংশের ক্ষেত্রে পুরুষ ও নারী উভয়েই সমান অংশ লাভ করবে।