سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
19 - سَعِيدٌ قَالَ: نا أَبُو مُعَاوِيَةَ، قَالَ: نا الْأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ قَالَ " كَانَ يَأْخُذُ بِقَوْلِ عَبْدِ اللَّهِ فِي الْأَخَوَاتِ لِأَبٍ وَأُمٍّ وَيَجْعَلُ مَا بَقِيَ فِي الثُّلُثَيْنِ لِلذُّكُورِ دُونَ الْإِنَاثِ، فَخَرَجَ خَرْجَةً إِلَى الْمَدِينَةِ فَجَاءَ وَهُوَ يَرَى أَنْ يُشْرَكَ بَيْنَهُمْ، فَقَالَ لَهُ عَلْقَمَةُ: مَا رَدَّكَ عَنْ قَوْلِ عَبْدِ اللَّهِ؟ لَقِيتَ أَحَدًا هُوَ أَثْبَتُ فِي نَفْسِكَ مِنْهُ؟ قَالَ: لَا، وَلَكِنِّي لَقِيتُ زَيْدَ بْنَ ثَابِتٍ فَوَجَدْتُهُ مِنَ الرَّاسِخِينَ فِي الْعِلْمِ "
অনুবাদঃ মাসরূক (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি (মীরাসের ক্ষেত্রে) সহোদরা বোনদের (পিতা-মাতা উভয়ের দিক থেকে বোন) ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর মত গ্রহণ করতেন। আর তিনি দুই-তৃতীয়াংশ বন্টনের পর যা অবশিষ্ট থাকত, তা শুধুমাত্র পুরুষদের জন্য নির্ধারণ করতেন, নারীদের জন্য নয়। এরপর তিনি একবার মদীনার উদ্দেশে সফরে বের হলেন। ফিরে এসে তিনি মত দিলেন যে, অবশিষ্ট সম্পত্তিতে তাদের (পুরুষ ও নারীদের) মধ্যে অংশীদারিত্ব থাকবে।
তখন আলকামা (রাহিমাহুল্লাহ) তাঁকে বললেন: আব্দুল্লাহ (ইবনে মাসঊদ)-এর মত থেকে আপনাকে কী ফিরিয়ে আনলো? আপনি কি এমন কারো সাথে সাক্ষাৎ করেছেন, যিনি আপনার কাছে তাঁর (আব্দুল্লাহ ইবনে মাসঊদের) চেয়েও অধিক নির্ভরযোগ্য?
তিনি বললেন: না। তবে আমি যায়দ ইবনে সাবিত (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে সাক্ষাৎ করেছি এবং তাঁকে আমি ইলমের (জ্ঞানের) ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত (রাসিখুন ফীল ইলম) ব্যক্তিদের অন্তর্ভুক্ত পেয়েছি।