الحديث


سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর





سنن سعيد بن منصور (26)


26 - سَعِيدٌ قَالَ: نا هُشَيْمٌ، قَالَ: أنا مُحَمَّدُ بْنُ سَالِمٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَلِيٍّ، " أَنَّهُ كَانَ يَجْعَلُ الثُّلُثَ لِلْإِخْوَةِ وَالْأَخَوَاتِ مِنَ الْأُمِّ دُونَ الْإِخْوَةِ وَالْأَخَوَاتِ مِنَ الْأَبِ وَالْأُمِّ، وَكَانَ زَيْدُ بْنُ ثَابِتٍ يَفْعَلُ ذَلِكَ قَالَ هُشَيْمٌ: فَرَدَدْتُ ذَلِكَ عَلَيْهِ، فَقُلْتُ كَانَ زَيْدٌ يُشَرِّكُ بَيْنَهُمْ، قَالَ: فَإِنَّ الشَّعْبِيَّ حَدَّثَنَا عَنْهُ أَنَّهُ قَالَ -[59]- كَمَا قَالَ عَلِيٌّ، فَقُلْتُ: بَيْنِي وَبَيْنَكَ ابْنُ أَبِي لَيْلَى "




অনুবাদঃ আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,

তিনি (মৃত ব্যক্তির সম্পত্তির) এক-তৃতীয়াংশ শুধু মা-শরীক ভাই ও বোনদের (যাদের শুধু মা এক) জন্য নির্দিষ্ট করতেন এবং আপন ভাই ও বোনদের (যাদের পিতা-মাতা উভয়ই এক) জন্য করতেন না। যায়িদ ইবনে সাবিত (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-ও অনুরূপ করতেন।

হুশাইম (রাহিমাহুল্লাহ) বলেন: আমি তাঁকে (বর্ণনাকারী) এর বিরোধিতা করে বলেছিলাম, যায়িদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তো তাদের (অর্থাৎ মা-শরীক ও আপন ভাই-বোনদের) মধ্যে অংশীদারিত্ব দিতেন। তিনি (বর্ণনাকারী) বললেন: নিশ্চয়ই শা’বী আমাদের কাছে যায়িদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) সম্পর্কে বর্ণনা করেছেন যে তিনি আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর মতোই ফায়সালা দিতেন। তখন আমি বললাম: আমার এবং আপনার মাঝে (মীমাংসার জন্য) ইবনে আবী লায়লা রইলেন।